শিরোনাম
◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ১০:১১ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ পেলো পাকিস্তান। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। টি-টোয়েন্টিতে এর আগে পাওয়ার প্লেতে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১৩ রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি।  

রান তাড়া করতে নেমে প্রথমে যেন ব্যাটিং করতেই ভুলে গিয়েছিলেন পাকিস্তান। ১৩৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৫ রানেই হারায় ৫ উইকেট। এরপর যে কেউই ভেবে নিবে খুব সহজেই জিতে যাবে বাংলাদেশ। 

বাংলাদেশের বুকে কাপন ধরিয়ে দিয়েছিল পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। ১৯ তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ৩১ বলে ৫১ রান। আর এতেই বাংলাদেশের রান প্রায় ছুঁয়ে ফেলেছিল পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান আর বাংলাদেশের ১ উইকেট। প্রথম বলে অভিষিক্ত দানিয়াল ৪ মেরে বাংলাদেশের সমর্থকদের হার্টবিট বাড়িয়ে দেন। 

বোলারের নাম মোস্তাফিজ। পরের বলেই শামিমের ক্যাচে দানিয়ালকে ফেরান তিনি। আর এতেই মাত্র ৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। 

জাকেরের ফিফটিতে ১৩৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস 

টস হেরে আজ ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৪ ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। আগের ম্যাচের ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ হয়েছেন। এরপর জাকের আলি এবং শেখ মাহেদি হাসানের জুটির ওপর ভর করে অনেকটা ধকল এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দলীয় ৮১ রানে মাহেদি হাসান ফিরলে একাই ইনিংসের হাল ধরেন জাকের আলি অনিক। ৪৮ বলে ৫৫ রান করেন জাকের। 

দ্বিতীয় ওভারেই ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন নাঈম শেখ। ৭ বলে ৩ রান করেন এই বাঁহাতি ওপেনার। নাঈমের পর ক্রিজে আসা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন ক্যাচ দিয়ে। সালমান মির্জার করা পঞ্চম ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন লিটন। সাজঘরে ফিরেছেন ৯ বলে ৮ রান করে। 

প্রতিপক্ষ দলের বোলাররা শুরু থেকেই চাপ ধরে রাখেন এবং নিয়মিত উইকেট তুলে নেন। পাওয়ার–প্লেতেই ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে উদ্ধার করেছে জাকের–মেহেদীর ৫৩ রানের পঞ্চম উইকেট জুটি। মেহেদী ৩৩ রানে আউট হয়েছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়া জাকের করেছেন ৪৮ বলে ৫৫ রান।

জাকের আলীর লড়াকু হাফসেঞ্চুরিতে ভর করে ১৩৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। দলের ব্যাটিং লাইনআপ যখন একের পর এক ভেঙে পড়ছিল, তখন একপ্রান্ত আগলে রাখেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এই রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ৪৭ রানে হারায় ৭ উইকেট। এরপর প্রথমে আব্বাস আফ্রিদী পরে দানিয়ালকে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যান ফাহিম আশরাফ। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি তিনি। বাংলাদেশের পক্ষে ১৭ রানে ৪ উইকেট নেন শরীফুল, ২৩ রানে ২ উইকেট নেন সাকিব, ২৫ রানে ২ উইকেট নেন মেহেদী, ১৫ রানে ১ উইকেট নেন মোস্তাফিজ, ৪২ রানে ১ উইকেট নেন রিশাদ। 

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলি আগা। আজকের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম এবং তাসকিন আহমেদের  পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।  

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে লিটনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সে ম্যাচে বড় ব্যবধানে জয়ের দেখা পায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়