শিরোনাম
◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও)

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীর বিরুদ্ধে আবাহনীর জয়

স্পোর্টস ডেস্ক: শনিবার (১১ জানুয়ারি) প্রিমিয়ার ফুটবল লিগে চট্টগ্রাম আবাহনীকে সহজেই হারিয়ে দিয়েছে ঢাকা আবাহনী। ইব্রাহিমের জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে ধানমন্ডির দলটি। ম্যাচের ৪২তম মিনিটে আবাহনী প্রথম গোল পায়। । এক ডিফেন্ডারকে ছিটকে দিয়ে বক্সে ঢুকে যাওয়া ইব্রাহিমকে ফাউল করে বসেন ফজলে রাব্বী। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে দলকে এগিয়ে দেন ইব্রাহিম।

৫২ মিনিটে ডান দিকে দিয়ে আক্রমণে ওঠা ইমনের ক্রস আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন চট্টগ্রাম আবাহনী গোলকিপার মোহাম্মদ নাঈম, কিন্তু ব্যর্থ তিনি। গোল মুখে পাওয়া বল আলতো টোকায় জালে জড়িয়ে দেন এনামুল।
৬৬ মিনিটে মাঝমাঠের ওপর থেকে রক্ষণ চেরা পাস বাড়ান ইমন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে দারুণ শটে নাঈমের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন ইব্রাহিম। পাঁচ মিনিট পর আরেক গোলে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম আবাহনী। মিরাজুল ইসলামের কর্নারে কেওয়াসি ডায়মন্ড হেড করলে বল উপরে উঠে যায়; এরপর জটলার মধ্য থেকে মোহাম্মদ হৃদয়ের শট ব্লকড হওয়ার পর বল চলে যায় আসাদুলের পায়ে। একটু আগেই ইমনের বদলি নামা এই মিডফিল্ডার নিচু শটে বল পৌঁছে দেন ঠিকানায়।

লিগের সপ্তম রাউন্ড শেষে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। সাত ম্যাচের সবগুলো জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ১৫ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়