নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল। অপর সেমিফাইনালে মোকাবেলা করবে ভারত ও মালদ্বীপ।
মালদ্বীপের বিপক্ষে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর ভূটানের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছিল মালদ্বীপ ও ভূটানের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর।
দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেও বাংলাদেশকে অপেক্ষায় থাকতে হয় গত মঙ্গলবারের ম্যাচ পর্যন্ত। মালদ্বীপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ভূটানকে অন্তত চার গোলের ব্যবধানে হারাতে হতো। কিন্তু ম্যাচটি ২-২ গোলে ড্র হলে গ্রুপ 'এ'-র শীর্ষে থেকেই সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
ফলে প্রথম সেমিফাইনালে ১৬ মে বাংলাদেশের প্রতিপক্ষ হবে গ্রুপ 'বি'-র রানার্সআপ নেপাল। গ্রুপ পর্বে ভারত তাদেরকে ৪-০ গোলে হারিয়েছিল। একই দিনে সেই ভারতই গ্রুপ 'বি'-র চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে মালদ্বীপের বিপক্ষে।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে।