শিরোনাম
◈ সালথায় মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে পায়ের পাঁচ আঙুল বিচ্ছিন্ন ◈ ইভ্যালির রাসেলকে ধরিয়ে দিতে নগদ পুরস্কারের ঘোষণা, রাজধানীজুড়ে পোস্টার ◈ শুধু গভীর সমুদ্রবন্দর নয়, আমাদের একটা ব্লু ইকোনমি গড়ে তোলার ভিশন নিয়ে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ ৬ সেপ্টেম্বর সব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ ◈ নাটোরে গাঁজা জব্দে গরমিল: ২৮ কেজি উদ্ধারের পর থানায় জমা মাত্র ৭ কেজি! উদ্ধারকারী এসআই ক্লোজড্ ◈ হা‌সিনা পা‌লি‌য়ে যাবার পর আ‌ন্দোল‌নের কৃ‌তিত্ব নি‌য়ে লড়াই চল‌ছে:  আমীর খসরু ◈ পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু ◈ ডাকসু নির্বাচন : যাকে ভোট দিতে বলছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে ◈ লটারিতে নয়, প্রক্রিয়াতেই ডিসি নিয়োগ হবে: জনপ্রশাসন সচিব

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী

মনিরুল ইসলাম: আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী।পাশাপাশি জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত।

রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৈঠক শেষে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জামায়াতে ইসলামীর নায়েবে সৈয়দ আব্দুল্লাহ তাহেরের কাছে জানতে চান সাংবাদিকরা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিলো। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে— এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল। এই সনদের অধীনেরই নির্বাচন চায় জামায়াত। রোজার আগে নির্বাচন হলে জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না ।

এর আগে বিকাল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলে ছিলেন-সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়