শিরোনাম
◈ মোদির লাভ, পুতিনের ভরসা, জিনপিংয়ের প্রভাব—এসসিও সম্মেলনে নতুন ভূরাজনীতি ◈ প্রেমিক যুগল অপহরণচেষ্টা:, উদ্ধারে গেলে মরিচের গুঁড়া ছিটিয়ে পুলিশকে এলোপাতাড়ি কো.প ◈ ছেলে জয়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন শাকিব-অপু ◈ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ইসি কর্মকর্তারা ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ লন্ডনের রাস্তায় যা করলেন ভারতীয় ছাত্রী, ভিডিও ভাইরাল ◈ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম! ◈ ‘২ মাসের বেশি রিলেশনে থাকি না, টেস্ট চেঞ্জ করতে ভালো লাগে’ ◈ নির্বাচনের জন্য ১০ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে ইসি ◈ এবার নিলামে বিক্রি হচ্ছে হাজার হাজার ঘনফুট সাদাপাথর

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপির ৫ যুগ্ম মুখ্য সংগঠক নিয়ে যা বললেন সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপির ১০ সদস্যের রাজনৈতিক পর্ষদের পাশাপাশি কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আরও ৪১ জন সদস্যের সমন্বয়ে মোট ৫১ সদস্যের "এক্সিকিউটিভ কাউন্সিল" গঠিত হয়েছে। বাংলাদেশের সামনে এনসিপির এক্সিকিউটিভ কাউন্সিলের সেই সদস্যদের পরিচয় করিয়ে দিতে চাই।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, এনসিপির ১০ সদস্যের রাজনৈতিক পর্ষদের পাশাপাশি কেন্দ্রীয় কমিটি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আরও ৪১ জন সদস্যের সমন্বয়ে মোট ৫১ সদস্যের "এক্সিকিউটিভ কাউন্সিল" গঠিত হয়েছে।

বাংলাদেশের সামনে এনসিপির এক্সিকিউটিভ কাউন্সিলের সেই সদস্যদের পরিচয় করিয়ে দিতে চাই।

২য় পর্ব:
১. Saifullah Hyder , যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি। 

জেলা: টাঙ্গাইল। 
সরকারি সা'দত কলেজ কলেজ থেকে মাস্টার্স শেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মাস্টার্স করেন। পরবর্তীতে LLB ও শেষ করেছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের ডেপুটি হিসেবে অক্লান্ত কাজ করছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাংগঠনিক দক্ষতায় সবসময় সাফল্যের পরিচয় দিয়ে আসছেন।
২. Atik Mujahid  যুগ্ম আহ্বায়ক, এনসিপি। 
জেলা: কুড়িগ্রাম। 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া থেকে মাস্টার্স ও PhD শেষ করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি রাজনীতিতে সুনাম কুড়িয়েছেন। এই মুহূর্তে এনসিপির যারা স্থানীয়ভাবে সবচেয়ে বেশি সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তার মধ্যে তিনি একজন।

৩. ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক, এনসিপি। 
জেলা: ঝালকাঠি। 

MBBS (SMC); HMO ,Gynae & Obs -Dhaka Medical College. চিকিৎসা পেশার পাশাপাশি অভ্যুত্থান চলাকালীন সময়ে সক্রিয়ভাবে রাজপথে লড়াই করেছেন। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের ডেপুটি হিসেবে কাজ করছেন। ভয়কে জয় করে সাহসের সাথে রাজপথে মোকাবেলা করা যার অন্যতম বৈশিষ্ট্য।

৪. Muhammad Miraj Mia  , যুগ্ম সদস্য সচিব, এনসিপি।

জেলা: চাঁদপুর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। যার মৌলিক বই পড়ে বাংলাদেশের অধিকাংশ চাকরি প্রত্যাশী চাকুরীর জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার মৌলিক বইগুলো পড়ে আমি নিজেও সমৃদ্ধ হয়েছি। এনসিপির সোশ্যাল মিডিয়া লিড হিসেবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিষয়ভিত্তিক ইন্টেলেকচুয়াল তরুণদের মধ্যে মিরাজের মত মানুষদের রাজনীতিতে আসা ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম এক অর্জন।

৫. Arif Sohel , যুগ্ম সদস্য সচিব, এনসিপি। 
জেলা: ঢাকা। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন।  ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে জাহাঙ্গীরনগরের সম্মুখ সারির যোদ্ধা। এই অভ্যুত্থানে ছয় সমন্বয়কের পাশাপাশি তাকেও ডিবি অফিসে তুলে নেওয়া হয়। নির্যাতন করা হয়। এনসিপির ইন্টারন্যাশনাল উইং এবং পলিসি মেকিং এ তার দূরদর্শী চিন্তা সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়