শিরোনাম
◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান ◈ দুই মাসে পোশাক রপ্তানির আয় ৭১৩ কোটি ডলার ◈ নেপালে যাচ্ছে বাংলাদেশ, জাতীয় দল ঘোষণা,  নেই হামজা ◈ মুসলিম তরুণীকে আটক রেখে ধর্ষণ, ২০ দিন পর অভিযুক্ত জয়কুড়ি গ্রেপ্তার ◈ পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের অবরোধ ◈ নির্বাচন বানচালের জন্য ভিপি নুরকে আহত করা হয়েছে: জয়নল আবেদিন ফারুক ◈ অবাধে ভারত থেকে ঢুকছে পানি: পাকিস্তানে বন্যায় নিহত ৪৩, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পেলেন ওয়ার্ল্ড আরচ্যারীর সম্মাননা

‌স্পোর্টস ডেস্ক : দেশের আরচ্যারীকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় অসামান্য অবদানের জন্য ওয়ার্ল্ড আরচ্যারীর পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে ব্রোঞ্জ ফলক প্রদান করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম ওয়ার্ল্ড আরচ্যারী কংগ্রেস চলাকালে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে এই সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা তার দীর্ঘদিনের পরিশ্রম এবং আরচ্যারী খেলার প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচ্যারীর উন্নয়নে কাজ করে চলেছেন। ওয়ার্ল্ড আরচ্যারীর ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি, ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আরচ্যারী সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবেও তিনি কাজ করছেন।

বাংলাদেশে আরচ্যারীকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি স্থাপন করার পেছনে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের অবদান অনস্বীকার্য। তার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশের আরচ্যাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়