স্পোর্টস ডেস্ক : চলতি মাসে এশিয়া কাপ থেকে শুরু করে টানা তিন মাস ব্যস্ত সময় কাটাবে টাইগাররা। বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ক্যারিবিয়ানরা। শুধু তাই নয়, নভেম্বরে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বোর্ডের মধ্যে ই-মেইল আদান-প্রদানের মাধ্যমে একটি প্রাথমিক সূচি তৈরি হয়েছে। সেই সূচি অনুযায়ী শাই হোপ ও রস্টন চেজের মতো খেলোয়াড়রা ১৫ অক্টোবর বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।
১৭ দিনের এ সফর শেষ হবে ২ নভেম্বর, যখন সফরকারী দল বাংলাদেশ ছাড়বে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু দ্রুতই ঘোষণা করা হবে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। এরপর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্রিকেটারদের পছন্দ অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সিলেটে আয়োজন করতে চায় বিসিবি। তবে তিনটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে।
এই সিরিজ শেষে ৭ নভেম্বর আয়ারল্যান্ড ক্রিকেট দল ঢাকায় আসবে ২৭ দিনের সফরে। আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।