শিরোনাম
◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক ◈ অন্তবর্তী সরকা‌রের এক বছরে যা করা হয়নি, যা যা করতে হবে ◈ ‘লাবুবু’ পুতুলের সাফল্যে জ্যাক মা’কে ছাড়িয়ে চীনের কনিষ্ঠ শীর্ষ ধনী পপ মার্টের প্রতিষ্ঠাতা ওয়াং নিং ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে সি‌রিজ খেল‌তে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে আয়ার‌ল্যান্ড 

স্পোর্টস ডেস্ক : চল‌তি মা‌সে এ‌শিয়া কাপ থে‌কে শুরু ক‌রে টানা তিন মাস ব‌্যস্ত সময় কাটা‌বে টাইগাররা। বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আগামী মাসে টাইগারদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে ক্যারিবিয়ানরা। শুধু তাই নয়, নভেম্বরে বাংলাদেশে আসবে আয়ার‌ল্যান্ড ক্রিকেট দল।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বোর্ডের মধ্যে ই-মেইল আদান-প্রদানের মাধ্যমে একটি প্রাথমিক সূচি তৈরি হয়েছে। সেই সূচি অনুযায়ী শাই হোপ ও রস্টন চেজের মতো খেলোয়াড়রা ১৫ অক্টোবর বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন।

১৭ দিনের এ সফর শেষ হবে ২ নভেম্বর, যখন সফরকারী দল বাংলাদেশ ছাড়বে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু দ্রুতই ঘোষণা করা হবে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। এরপর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ক্রিকেটারদের পছন্দ অনুযায়ী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সিলেটে আয়োজন করতে চায় বিসিবি। তবে তিনটি ওয়ানডে ম্যাচ হবে মিরপুরে।

এই সিরিজ শেষে ৭ নভেম্বর আয়ারল্যান্ড ক্রিকেট দল ঢাকায় আসবে ২৭ দিনের সফরে। আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়