শিরোনাম
◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর ◈ ‘ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ লেখা ব্যানার টাঙিয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ◈ সরকার এনসিপির পৃষ্ঠপোষকতা করছে, নিরপেক্ষ না হলে বিকল্প সরকার গঠনের প্রয়োজন হতে পারে: ভিপি নূর ◈ অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নোয়াখালীর নিঝুম দ্বীপ ◈ ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠতি হয়েছে : নাহিদ ইসলাম ◈ নির্বাচন নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি, জামায়াত আর এনসিপি ◈ গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ ৬, আহত ১৫ ◈ হাতিয়ায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি, সারাদেশের সঙ্গে নৌ-যোগাযোগ বন্ধ ◈ উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০, পাঁচ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মাইলস্টোন দুর্ঘটনা: নিহত শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মাননা, সরকারি সহায়তার সিদ্ধান্ত

মনিরুল ইসলাম : আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননার ধরন ও কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে।

এ ছাড়া নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে ধর্ম মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়