শিরোনাম
◈ বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাসুমা নামে মাইলস্টোনের অফিস সহকারীর মৃত্যু, নিহত বেড়ে ৩৫ ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে উত্তাল কুয়ালালামপুর! ◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহতের অভিযোগ

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দু' বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তারা হলেন—মনাকষা ইউনিয়নের পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম মিয়া (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন(২৮)। তবে বিজিবি সেলিমের আহতের তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে চোরাচালের উদ্দেশ্যে কয়েকজন শিংনগর সীমান্তের ৪/৫-১ এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্ত ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সেরাজুল ইসলাম বলেন, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে কয়েকজন চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। পরে বিএসএফের সদস্য তাদেরকে ধাওয়া করে বলে শুনেছি। তবে এ ঘটনায় কোন আহতের তথ্য পায়নি।

৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ফাহাদ মাহমুদ রিংকু শুক্রবার (২৫ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২ থেকে ৩ জন চোরাকারবারীর একটি দল চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে। পরে ভারতের  দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সদস্য তাদের ধাওয়া দিলে বাংলাদেশে পালিয়ে আসার সময় সেলিম মিয়া নামে একজন আহত হয়। 

তিনি আরও জানান, এ ব্যাপারে শিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সীমান্ত এলাকায় চোরাকারবারীদের ধাওয়া করার বিষয়টি স্বীকার করলেও তাদের পক্ষ থেকে কোন গুলি ছোঁড়া হয়নি বলে জানায়।

অধিনায়ক আরও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে আহতদের বাড়ি গিয়ে জানার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি। বিষয়টি তারা এড়িয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়