শিরোনাম
◈ মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গেলারিতে বাস, নিহত ১ আহত ৪ ◈ চাঁদপুর মেঘনার পানি বিপদসীমার উপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত! ◈ মহেশপুর সিমান্তে সাড়ে ৩১টি স্বর্ণের বার উদ্ধার! ◈ হাসিনা নয়, ভারতের এখন প্রয়োজন বাংলাদেশ ◈ নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত, ভাঙনের মুখে শতাধিক বাড়িঘর ◈ টাঙ্গাইল রেল স্টেশনের পাশে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ ◈ ১১ ছক্কায় টিম ডে‌ভি‌ডের দ্রুততম সেঞ্চুরি, সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ কক্সবাজার মেরিন ড্রাইভ ও ঝাউবনে তীব্র ভাঙন, যান চলাচল ঝুঁকিতে ◈ একটি সুন্দর জিনিসকে কিভাবে অসুন্দর করতে হয় তা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে: উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ পতিত শক্তি নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন

স্পোর্টস ডেস্ক :  বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ ভারত জাতীয় ফুটবল দলের হেড কোচ হতে আবেদন করেছেন। তবে আর্থিক বিষয়ের কারণে তার আবেদনে সাড়া দেয়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) টেকনিক্যাল কমিটি। -- টাইমস অব ইন্ডিয়া

বিষয়টি সবাইকে চমকে দিলেও এই স্প্যানিয়ার্ডের পেছনে বিপুল পরিমাল অর্থ ব্যয় করতে অপারগ এআইএফএফ। যে কারণে নতুন একটি সম্ভাবনা শেষ হয়ে গেল অঙ্কুরেই। এর আগে এক সাক্ষাৎকারে জাভি জানিয়েছিলেন, ভারতে অনেক স্প্যানিশ কোচ কাজ করছেন বলে তিনি ভারতীয় ফুটবলকে অনুসরণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোচ হওয়ার আগ্রহ প্রকাশকারীদের দীর্ঘ তালিকায় ছিল স্পেন ও বার্সেলোনা কিংবদন্তি এবং ক্লাবটির সাবেক কোচ জাভি হার্নান্দেজের নাম। পাশাপাশি সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন ও লিভারপুলের সাবেক খেলোয়াড় হ্যারি কিউয়েলসহ অনেকেই আবেদন করেছেন। - যমুনা‌নিউজ

ভারত জাতীয় ফুটবল দলের পরিচালক সুব্রত পাল দেশটির গণমাধ্যমকে এটি নিশ্চিত করেন। বলেন, ‘হ্যাঁ, জাভির নাম তালিকায় ছিল। এআইএফএফ-কে মেইলের মাধ্যমে আবেদন পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ফুটবলার ও কোচ হিসেবে দারুণভাবে সফল এই স্প্যানিয়ার্ড। স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়ের পাশাপাশি বিভিন্ন লিগে একাধিক শিরোপা জয় করেন তিনি। ২০১৯ সালে অবসর নেয়ার পর কোচিং ক্যারিয়ারেও সফলতা পান জাভি। বার্সেলোনাকে ২০২৩ সালে সুপার কোপা ও ২০২২-২৩ মৌসুমে লা লিগায় চ্যাম্পিয়ন করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়