শিরোনাম
◈ আওয়ামী লীগ থেকে তো প্রচুর যোগাযোগ হচ্ছেই, আমাকে বলে দলের হাল ধরতে: তাজউদ্দীন আহমদের বড় মেয়ে ◈ এপস্টাইন কী ভাবে ‘শিকার’ ধরতেন? কী করতেন প্রেমিকা? আমেরিকা থেকে স্মৃতিচারণ ভুক্তভোগীর, চ‌লে আস‌লো ট্রাম্পের নাম  ◈ শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত: হিউমান রাইটস ওয়াচ এর প্রতি‌বেদন ◈ নিম্নচাপ ও অমাবস্যার জোড়া প্রভাবে উপকূল প্লাবিত, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি বিপদসীমার ওপরে ◈ শর্ট বল খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী? : সু‌নিল গাভাস্কার ◈ ভারতের ফুটবল কোচ হতে চান জাভি হার্না‌ন্দেজ, আবেদনে সারা দেয়নি ফেডারেশন ◈ এন‌সি‌পি কী আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করতে চায়? ◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে?

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের কাছে সিরিজ হা‌রের কার‌ণে ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে তারকা পেসারদের দলে ফেরালো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। পুরো সিরিজজুড়ে দলে অভিজ্ঞতার ঘাটতি ছিল চোখে পড়ার মতো। 

বিশেষ করে বোলিং বিভাগে অনভিজ্ঞতা তাদের বেশি ভুগিয়েছে। তাই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য তারকা পেসারদের দলে ফিরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার ( ২৫ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এই সফরের ১৬ সদস্যের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। ওয়ানডে দলে রাখা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা ডানহাতি ব্যাটার হাসান নেওয়াজকে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন তিনি। দলে আছেন বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিও।

ওয়ানডেগুলো অনুষ্ঠিত হবে ৮, ১০ ও ১২ আগস্ট ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ৩১ জুলাই, ২ ও ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক ও ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তান দলে ফিরেছেন হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হোসাইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আয়ুব, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়