শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে আগুনে পুড়ে বসতবাড়ি ভস্মীভূত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাড়িয়েছে প্রায় ১২ লাখ টাকা।

১৫ সেপ্টেম্বর'২৫ সোমবার  দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের সাগর আলীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে সাগর আলীর বাড়িতে বৈদ‍্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহুর্তেই সে আগুনের লেলিহান শিখা বাড়ির চার পাশে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের প্রতিবেশিরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি নিয়ে  প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণে গ্রামবাসীর পক্ষে প্রত‍্যক্ষদর্শী সাইফুর, ফজল ও রফিকুল জানায়, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যায়। গোয়াল ঘর থেকে শুধু গরু বের করতে পারেন তারা। মুহুর্তেই আগুন গোটা বাড়ির চারদিকে ছড়িয়ে পড়লে ঘরের কোন জিনিস পত্র উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি।

ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাগর আলী কান্না জড়িত কন্ঠে বলেন, হঠাৎ আগুন লেগে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। চোখের সামনে আমার স্বপ্নের বাড়িটি পুড়ে গেলো। ঘরে ধান, চাল সহ যাবতীয় জিনিস পুড়ে গেছে। আমার ছেলে পুলিশের চাকরি করে তার শখের পালসার ১৫০ সিসি মোটর সাইকেলটি পুড়ে গেছে। ঘর থেকে একটা সুতাও বের করতে পারিনি। আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ৫০ হাত সেমি পাকা ঘরসহ বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। জরুরি ভিত্তিতে পরিবারটিকে সরকারি ভাবে সহযোগিতা করা দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়