ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-নওগাঁ মহাসড়কের চৌদ্দমাইল এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাক খাদে পড়ে গিয়ে হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম শ্রাবণ (২২)। তিনি রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা।
মোহনপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, রাজশাহী থেকে নওগাঁগামী দুটি ট্রাক-একটি পাথরবোঝাই, অন্যটি বালুবোঝাই—সামনে-পিছনে চলছিল। চৌদ্দমাইল এলাকায় পৌঁছালে পাথরবোঝাই ট্রাকটি সামনের বালুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি ট্রাকই সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের হেলপার শ্রাবণ নিহত হন।
খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে লাশটি নওগাঁর মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।