শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৮:১৩ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজার মেরিন ড্রাইভ ও ঝাউবনে তীব্র ভাঙন, যান চলাচল ঝুঁকিতে

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার : টানা বর্ষণ ও সমুদ্রের জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় আবারও ভাঙনের মুখে পড়েছে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। একই সঙ্গে ঝাউবন এলাকাতেও দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। উত্তাল সাগরের ঢেউয়ের ধাক্কায় সাবরাং জিরো পয়েন্ট, হিমছড়ি, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌ-ঘাটের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল থেকে এসব এলাকায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। মেরিন ড্রাইভ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ছে চাষাবাদের জমিতে, যার ফলে নষ্ট হচ্ছে বিভিন্ন ফসল।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারসহ অন্তত ১৫টি জেলার উপকূলীয় অঞ্চলে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। একই সঙ্গে আগামী দুই-তিন দিন টানা বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

এর আগে গত ৩০ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঢেউয়ের আঘাতে টেকনাফের মুন্ডার ডেইল, বাহারছড়া ও শীলখালী এলাকার বেশ কিছু অংশ ভেঙে পড়ে।

সাবরাংয়ের জিরো পয়েন্ট এলাকার স্থানীয় বাসিন্দা সেলিম জানান, “জোয়ারের সময় সাগরের পানির উচ্চতা বাড়লে দ্রুতগতির ঢেউয়ের আঘাতে সড়কের বিভিন্ন অংশে ধীরে ধীরে ভাঙন শুরু হয়। যদিও সুরক্ষার জন্য জিওটিউব বাঁধ বসানো হয়েছিল, তবুও তা ভেঙে যাচ্ছে।”

স্থানীয়দের ভাষ্য, জিরো পয়েন্ট এলাকায় মেরিন ড্রাইভ সড়কের প্রায় একশ থেকে দেড়শ ফুট পশ্চিম অংশ ইতোমধ্যে ভেঙে পড়েছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে পুরো জিরো পয়েন্ট এলাকা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি লবণাক্ত পানির অনুপ্রবেশে কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, “সাবরাং, সদর ইউনিয়ন ও শাহপরীর দ্বীপের দিকে মেরিন ড্রাইভ সড়কে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর আগে বাহারছড়ার শীলখালী এলাকায় যেসব অংশ ভেঙেছিল তা মেরামত করা হয়েছিল।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশে ভাঙনের খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়