শিরোনাম
◈ চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির: রফতানি-উৎপাদনে ধীরগতির প্রভাব ◈ দেশে ভালো কোনো প্রতিষ্ঠান নেই, ব্যাংক খাতের ৮০% অর্থ নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ◈ চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচ নেতাকে স্থায়ী বহিষ্কার ◈ ওজন কমাতে র‍্যাব কর্মকর্তাকে যে উপদেশ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্টে ঝুঁকি, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ ◈ মানব বীর্য প্লাজমার প্রতিক্রিয়ায় লিথুয়ানিয়ান নারীর গর্ভধারণে ব্যর্থতা! ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা ◈ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি: কিছু জেলায় আবারও বন্যার শঙ্কা ◈ বিমানবন্দর থেকেই আরও ৮০ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ◈ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৫, ০৮:২৯ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়াইগ্রামে পৃথক দুই মহাসড়কে একই সময় দুর্ঘটনা, নিহত ১ আহত ১

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পৃথক দুই মহাসড়কে একই সময় দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয় একজনের এবং আহত হয় একজন। শনিবার দুপুর ১টার দিকে বনপাড়া-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারীচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ভ্যানচালক।

নিহত ওই ভ্যানচালকের নাম আবুল হাশেম (৫৫)। সে উপজেলার জোয়াড়ি কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে। অপরদিকে একই সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানের জমিতে আছড়ে পড়ে। এতে চালক জিয়াদুর রহমান (২২) গুরুতর আহত হয়।

তার বাড়ি দাউন্দকান্দি জেলায়। আহত জিয়াদুরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার শিকার প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।  

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ মাইক্রোবাসে থাকা ৮ জনই মারা যায়। নিহতের সকলের বাড়ি কুষ্টিয়া ও মেহেরপুরে। প্রাসঙ্গিকভাবে আরও উল্লেখ্য যে, বড়াইগ্রাম উপজেলায় রয়েছে মোট ৪৭ কিলোমিটার মহাসড়ক।

অতিরিক্ত বৃষ্টির কারণে মহাসড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এছাড়া বিশেষ করে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি চলাচলকৃত যানবাহনের তুলনায় সরু (দুই লেন) হওয়ায় এসব মহাসড়কে দুর্ঘটনা এখন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা লাঘবে সরু সড়ক চার লেনে রুপান্তর করা সহ খানাখন্দ দ্রুততার ভিত্তিতে সংস্কার করার দাবি জানিয়েছে এ অঞ্চলের সচেতন মহল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়