এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা যুবলীগ ও সাবেক ছাত্রলীগের ২নেতাকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
থানাসূত্রে জানাযায়, ২৫শে জুলাই (শুক্রবার) তাদের গ্রেফতার করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। আসামীরা হলেন, ৮নং চাতরী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইয়াকুব আলী চেয়ারম্যান বাড়ীর আবু তৈয়বের ছেলে হুমায়ুন কবির (২৭) সে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিল।
অন্যজন হলেন ২নং বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিমচাল গ্রামের মৃত ইউছুপের ছেলে মো: ছবুর (৪০) সে বারশত ইউনিয়নের যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। এব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।