শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের শেষ সুপারমুন ‘কোল্ড মুন’ দেখা যাবে আগামীকাল

বছরের শেষ সুপারমুন এবার আকাশে ঝলমল করতে চলেছে। ডিসেম্বরের পূর্ণ চাঁদ, যাকে ‘কোল্ড মুন’ বলা হয়, সেটিই হবে টানা তৃতীয় ও শেষ সুপারমুন। আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  আপনার শেষ সুযোগ এ বিরল সৌন্দর্য উপভোগ করার।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, যখন পূর্ণিমার চাঁদ চাঁদের কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’-এ পৌঁছে, তখনই সুপারমুন দেখা দেয়।

এ সময় চাঁদ সাধারণের তুলনায় আরো বড় ও উজ্জ্বল দেখায়।

প্রতি মাসের পূর্ণ চাঁদেরই আলাদা নাম আছে, যার উৎস নানা সংস্কৃতি ও ঐতিহাসিক ব্যাখ্যায়। শীতের প্রকোপ বাড়তে শুরু করায় ডিসেম্বরের পূর্ণ চাঁদকে বলা হয় ‘কোল্ড মুন’। উত্তর গোলার্ধে বছরের সবচেয়ে ঠান্ডা সময়ের শুরু—তাই এই নামের প্রচলন শতবর্ষ পুরোনো।

সুপারমুন হলো এমন পূর্ণ চাঁদ, যা স্বাভাবিকের তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ পেরিজিতে থাকে, তখন এ ঘটনা ঘটে। নাসার তথ্য অনুযায়ী, এ সময় চাঁদ বছরের সবচেয়ে ক্ষীণ চাঁদের তুলনায় ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়।

প্রতি বছর সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়।

এবার টানা তিনটি সুপারমুন হয়েছে—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর।

কখন দেখা যাবে ডিসেম্বরের সুপারমুন

ডিসেম্বরের সুপারমুন সর্বোচ্চ আলোকিত অবস্থায় থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় ৫ ডিসেম্বর সকাল ৫টা ১৪ মিনিটে।

দেখার জন্য বিশেষ উপকরণের প্রয়োজন নেই; খালি চোখেই অনায়াসে উপভোগ করা যাবে এই চাঁদ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত, খাঁজ আর পৃষ্ঠের নকশা আরও স্পষ্টভাবে দেখা যাবে। খোলা প্রান্তর বা ছাদ—যে কোথাও থেকে আকাশ পরিষ্কার থাকলেই দেখা যাবে সুপারমুনের সৌন্দর্য।

এই ডিসেম্বরের শেষ সুপারমুন আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করবে। তাই সুযোগ থাকলে আকাশের দিকে তাকিয়ে দেখে নিতে ভুলবেন না।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়