অভিবাসন-সংক্রান্ত নতুন এক আইন পাস হয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। নতুন এ আইন অনুযায়ী, পর্তুগালে অবৈধভাবে প্রবেশকারী ও বসবাসকারী বিদেশিদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে দেশটির সরকার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন এ আইন অনুমোদন করেছে পর্তুগাল সরকার। খবর দ্য পর্তুগাল নিউজের।
জানা গেছে, নতুন এ আইনের অধীনে প্রক্রিয়া দ্রুত হবে, আশ্রয় চাওয়ার অপব্যবহার এবং বিলম্বিত আবেদন প্রতিরোধের জন্য শর্ত আরোপ করা হয়েছে এবং বিদেশি ও সীমান্ত সম্পর্কিত ফাইলগুলো এখন থেকে জাতীয় নিরাপত্তা বাহিনীর পরিচালনায় আসবে।
তবে, পর্তুগাল সরকার বলেছে, আইনটি মানুষের মর্যাদা রক্ষা করে তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকের প্রতিরক্ষা ও আপিল করার অধিকার এবং বিশেষভাবে শিশু বা দুর্বল মানুষের রক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে, যেন প্রক্রিয়া কিছুটা সহজ হয়।
এ পদক্ষেপকে পর্তুগালের অভিবাসন নীতি সংস্কারের শেষ বড় ধাপ মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটি নিয়ন্ত্রিত, নিয়মভিত্তিক ও নিয়মবদ্ধ অভিবাসন নীতি চালু করতে চায়।
পর্তুগাল সরকার বলছে, অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোরতা বাড়লেও বৈধ অভিবাসীদের অধিকার ও মানবিক দিকগুলো আগের মতোই বিবেচনায় রাখা হবে।