শিরোনাম
◈ শেখ হাসিনার দুঃশাসনে খালেদা জিয়ার ওপর নেমেছিল নিপীড়নের ঝড়: তারেক রহমান ◈ মনোনয়ন পেলেন বিএনপির ১১ নারী প্রার্থী, কে কোন আসনে? ◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন

ইতালির ভিসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এতে শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়েও নতুন করে ভাবছে সরকার।  

সম্প্রতি এনিয়ে দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হলে ১৩১ ভোট পেয়ে নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে এ সংশোধনী আইন। যদিও এর বিপক্ষে ছিলো ৭৫ টি ভোট এবং ৭ জন কোন মন্তব্য জানায়নি। যদিও ইতোমধ্যে শুধুমাত্র একটি আইনের অনুমোদন দিয়েছে সিনেট। 

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী/স্বামী এবং নাবালক সন্তানরা। বাবা-মা, প্রাপ্তবয়স্ক সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য আর এই পথে ইতালিতে প্রবেশ করা সম্ভব হবে না। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওস্তা প্রদানের সময়সীমা ৯০ দিন থেকে ১৫০ দিন পর্যন্ত করা হয়েছে। 

তবে কর্মীর জন্য আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আর প্রশিক্ষণ বা শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে ১ বছর করা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেইসাথে ভিসা আবেদনে নিয়োগদাতার চাকরির নিশ্চয়তা-পত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

মানবপাচার, যৌন বা অবৈধ শ্রমশোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে ৬ মাসের বদলে ১২ মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এ আইনে। প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো যাবে, যাতে তাদের সামাজিক ও কর্মজীবনে পুনঃসংহতি নিশ্চিত করা যায়।

এছাড়াও ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর সর্বোচ্চ ১০,০০০ বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এদেরকে প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি অথবা ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের যত্ন–সহায়তায় নিয়োজিত করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়