হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ১৪ কেজি গাঁজা সহ মো. রমজান মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (০৮ আগস্ট) সকালে উপজেলার ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশের এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রমজান মোল্লা নড়াইলের নড়াগাতীর পাখিমারা এলাকার মো. মোস্তফা মোল্লার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত মো. রমজান মোল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বাসের যাত্রী সেজে যাত্রীবাহী বাস ব্যবহার করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অভিনব কায়দায় সরবরাহ করত। তার বিরুদ্ধে মাদক আইনের ২ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।