শিরোনাম
◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা ◈ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার ◈ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ◈ কালীগঞ্জে মোবাইলে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত ◈ বোয়ালমারীতে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ ◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরের সড়ক দুর্ঘটনায় জামায়াতে নেতার মর্মান্তিক মৃত্যু, ঘাতক মাইক্রোবাস আটক

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল) : বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য আবু তালেব সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।  

পুলিশ সূত্রে জানা যায় ৮ আগষ্ট শুক্রবার সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড় করার সময় ঘাতক মাইক্রোবাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেব এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়।

তিনি কয়েক ঘন্টা পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। শিক্ষা ও জমায়াতে ইসলামীর নেতার মৃত্যুতে এসো প্রকাশ করেন বরিশাল ২ আসন (উজিরপুর বানারীপাড়া)  সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান, উপজেলা আমীর আব্দুল খালেক ও উপজেলা সেক্রেটারি মোঃ খোকন সরদার, কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুখতার হোসাইনসহ সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দসহ বামরাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধি। এ সময় মরহুমের  রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়