শিরোনাম
◈ ঢাবির ১৮ হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর ফেসবুকে যা বললেন উমামা ফাতেমা ◈ গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে নোয়াবের বিবৃতি প্রত্যাখ্যান করেছে সরকার ◈ ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ◈ কালীগঞ্জে মোবাইলে ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত ◈ বোয়ালমারীতে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০ ◈ প্রশাসনে পদোন্নতির হিড়িক: তিন স্তরে বড় রদবদলের প্রস্তুতি ◈ জুলাই অভ্যুত্থান: রাজধানীর ৫০ থানায় কত মামলা ◈ ’৭১ এবং ’২৪-নিয়ে যে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম ◈ জনগণের রায়ের মাধ্যমে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়তে হবে: তারেক রহমান ◈ প্রবাসীদের ভোটার নিবন্ধনে অগ্রগতি: নয়টি দেশে কার্যক্রম চলমান, শীর্ষে আরব আমিরাত

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০৮:৫৫ রাত
আপডেট : ০৯ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ২৬ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র মুন্না

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের মাদ্রাসা ছাত্র আবদুর রহমান মুন্না (১৫) নিখোঁজ হওয়ার ২৬ দিনেও উদ্ধার হয়নি। এতে উদ্বগে-উৎকন্ঠা প্রকাশ করে সন্তানের সন্ধান চেয়েছেন মুন্নার মা ফাতেমা বেগমসহ পরিবারের সদস্যরা। 

গত জুলাই মাসের ১২ তারিখে নিজ বাড়ি থেকে আবদুর রহমান মুন্না নিখোঁজ হওয়ার পর ১৭ জলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন নিখোঁজ মুন্নার মা ফাতেমা বেগম।

আবদুর রহমান মুন্না সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের আবদুল হাই পাকিস্তানীর ছেলে এবং দক্ষণি খলিলপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

নিখোঁজ ছাত্র আবদুর রহমান মুন্নার মা ফাতেমা বেগম জানান, তাঁর ছেলে মুন্না গত জুলাই মাসের ১২ তারিখ সকাল ১০টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে সকাল ১১টার দিকে তাকে বাড়িতে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকেন। দীর্ঘ ৪ দিন খোঁজাখুজির পর কোথাও তাঁর সন্ধান না পেয়ে ১৭ জুলাই সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী করেন তিনি।

তিনি বলেন, আজ ২৬দিন হয়ে গেছে, এখনো আমার সন্তানকে খুঁজে পাওয়া যায়নি। বার বার থানা ও সম্ভাব্য সকল জায়গায় ঘুরেও তার কোন সন্ধান পায়নি। সন্তানের সন্ধান চেয়ে আকুতি জানান এই মা। সন্ধান দিতে যোগাযোগ-০১৬২৫-০৫০৬৮২

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, নিখোঁজের সাধারণ ডায়েরী হয়েছে। একজন কর্মকতা নিখোঁজ ছাত্ররে সন্ধান পেতে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়