ভারতীয় সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে বিশ্বব্যাপী ৩০০ কোটির ক্লাবে প্রবেশ কয়েছ রজনীকান্তের ‘কুলি’ সিনেমা। মাত্র তিন দিনে এই মাইলফলক ছুঁয়েছে লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিটি। এর আগে এই রেকর্ড দখলে ছিল ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ ও ‘পাঠান’ সিনেমার।
ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করছে, সিনেমাটি প্রথম দিনেই আয় করে প্রায় ৯৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে কিছুটা কমলেও আয় দাঁড়ায় প্রায় ৬৭ কোটি রুপি।
তৃতীয় দিনে শনিবার আবারও জোয়ার; ভারতে মোট সংগ্রহ দাঁড়ায় ১৫৮.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী হিসেব করলে, মাত্র ৭২ ঘণ্টায় ছবিটি ৩০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এটি এখন পর্যন্ত দ্রুততম ৩০০ কোটির ক্লাবে প্রবেশের রেকর্ড।
অন্যদিকে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমা প্রথম দিনেই করেছে ৫২.৫ কোটি রুপির ব্যবসা।
দ্বিতীয় দিনে বক্স অফিসে লাফিয়ে উঠে সিনেমাটি আয় করে ৪৭.২৫ কোটি রুপি, ফলে দুদিনেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করে। তৃতীয় দিনে আয় দাঁড়ায় ৪২.৬ কোটি রুপি, ফলে তিনদিন শেষে ভারতের বাজারে মোট সংগ্রহ ১৪২.৩৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় ছাড়িয়ে গেছে ২০০ কোটি রুপি।
১৪ আগস্ট মুক্তি পাওয়া এ সিনেমাটিতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারাসহ অনেকেই।
তবে আয়ের হিসেবে শুরু থেকেই এগিয়ে রজনীকান্তের ‘কুলি’। তিন দিনে সবচেয়ে দ্রুত ৩০০ কোটি পার করে সিনেমাটি নতুন ইতিহাস লিখেছে।
অন্যদিকে ‘ওয়ার ২’ ইতিমধ্যে সালমান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’-এর লাইফটাইম সংগ্রহকেও মাত্র তিন দিনেই ছাড়িয়ে গেছে।