শিরোনাম
◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ ১৫ আগস্ট শ্রদ্ধার আড়ালে ভয়াবহ ষড়যন্ত্র ঘটেছে : জুলকারনাইন সায়ের ◈ ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: জিয়াউর রহমান প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বাসকষ্ট নিয়ে পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন চিত্রনায়িকা পরীমণির পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। 

ছেলের পাশাপাশি নিজেও শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন। ফলে দেরি না করে চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী। 

জানা গেছে, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচন্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। পাশাপাশি নেবুলাইজ করতে হবে।

কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী।

এরই মধ্যে গত ১০ আগস্ট ছেলের জন্মদিনের পরই আবারও অসুস্থ হয়ে পড়েন মা-সন্তান দুজনেই। চিকিৎসকের পরামর্শে রোববার দুপুরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। 

উল্লেখ্য, পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। ‘গোলাপ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়