শিরোনাম
◈ মেঘনায় জাহাজা থেকে চিনি চুরির চেষ্টা, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার ◈ বাগেরহাটের চিংড়ি ঘেরে বিপর্যয় ভাইরাস ও জলবায়ু সংকটে দিশেহারা চাষিরা কোটি টাকার ক্ষতির মুখে ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন একনেকে অনুমোদন: অনশণ ভেঙে আনন্দ উল্লাসে শিক্ষার্থীরা ◈ ইউক্রেন যুদ্ধ থামাতে শর্ত ট্রাম্পের সামনে, কী কী চান পুতিন ◈ নতুন নির্দেশনা জারি আয়কর রিটার্ন অডিটে ◈ আলোচনা বাতিল, ভারতীয় পণ্যে বাড়ছে মার্কিন শুল্ক ◈ পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির ◈ বেই‌জিং‌য়ে রোবটের ‘অলিম্পিকস’, টিকিট সর্বনিম্ন ১৭ ডলার ◈ বাংলাদেশে আর অন্য সরকার আসবে না, হাসিনা-ইনুর কল রেকর্ড ফাঁস ◈ ৩২ নম্বরে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালকের জামিন (ভিডিও)

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেপলেন পরীমনি, চাইলেন পেটাতে

কিছুদিন আগেই ঘরোয়া আয়োজনে বেশ জাঁকজমকভাবে ছেলে পূণ্যর জন্মদিন পালন করেছেন চিত্রনায়িকা পরীমনি। তবে সেদিনে কিছু কাণ্ডে বেশ চটেছেন এই নায়িকা।  

জন্মদিন পালনের কিছুদিন না যেতেই পরী দেখলেন সেই একান্ত পারিবারিক অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে! শুধু তাই নয়, আমন্ত্রিত অতিথিদের অনেকেই সেই ব্যক্তিগত মুহূর্তকে ব্যবসায়িক ভ্লগ বানিয়ে রিলসের বাজারে ছড়িয়ে দিয়েছেন। আর তাতেই বেজায় খেপেছেন পরীমনি।

আজ শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝেড়ে দিয়ে পরী লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমূত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম।

কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’
এর আগে গেল মাসে পরীমনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তার সন্তানরা কোনোভাবেই ব্যবসায়িক কনটেন্টের অংশ না। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নিজের ছেলের জন্মদিনে সেটি ঠেকাতে পারলেন না তিনি।

এর পর আরো কঠিন ভাষায় পরী লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমরা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মতো মাসভরে কিছু ডলার কামাও। এই ধরনের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পড়ে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগবে তখন?’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়