শিরোনাম
◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে  ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকা‌কে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জে চ‌্যা‌ম্পিয়ন বাংলা‌দেশের যুবারা ◈ তারেক রহমানের ঢাকায় বাড়ি নেই, তাই ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম ◈ ভারত নির্ভরশীলতা থেকে বৈরিতা, চীন ও পাকিস্তানের সাথে নৈকট্য: অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক অর্জন কতটা? ◈ ভারতীয় বো‌র্ডের চা‌পে ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন রোহিত শর্ম ও বিরাট কোহলি ◈ ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় থেকে সরে এলেন দীপিকা

২০২০ সালে ঘোষণা করা হয় হিন্দিতে তৈরি হবে জনপ্রিয় হলিউড ছবি দ্য ইন্টার্নের রিমেক। মুখ্য চরিত্রে থাকবেন দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। দীর্ঘ সময় ধরে আটকে থাকা ছবির কাজ শুরু হতে যাচ্ছে। কিন্তু ছবিটি থেকে সরে দাঁড়ালেন দীপিকা।

তাঁর পরিবর্তে অন্য কোনো অভিনেত্রীকে নিয়ে শুরু হবে ছবির শুট। নিজের প্রডাকশন হাউসের ছবি তৈরিতে মনোনিবেশ করবেন বলেই এমন সিদ্ধান্ত নায়িকার।

২০১৫ সালের হলিউডের অ্যান হ্যাথাওয়ে এবং রবার্ট ডি নিরো অভিনীত ছবিটির ওপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল।

ঘোষণা সত্ত্বেও কোভিড, দীপিকার মাতৃত্বকালীন ছুটি এবং সময়সূচি পরিবর্তনের ফলে ছবিটির কাজ পিছিয়ে যায়।

 ভারতীয় এক সংবাদমাধ্যমকে দীপিকা ঘনিষ্ট এক সূত্র বলেছেন, “এবার, দীপিকা ছবিতে অভিনয় থেকে সরে আসবেন এবং শুধুমাত্র একজন প্রযোজক হিসাবে কাজ করবেন। সৃজনশীল এবং লজিস্টিক রিবুটও তত্ত্বাবধান করবেন। এক সময় তাঁর যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেই চরিত্রে অভিনয় করার জন্য অন্য একজন অভিনেত্রীকে কাস্ট করা হয়েছে।

তিনি আরও জানান, আগামী বছর দীপিকার পরিকল্পিত পাঁচটি প্রকল্পের মধ্যে ইন্টার্ন হলো প্রথম। তিনি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক গল্প বলতে চাইছেন।

২০২০ সালে ছবিটি সম্পর্কে বলতে গিয়ে দীপিকা বলেছিলেন, "দ্য ইন্টার্ন একটি অন্তরঙ্গ, সম্পর্ক-ভিত্তিক ছবি, যা কর্মক্ষেত্র এবং তার আশপাশের পরিবেশে পটভূমি তৈরি করে; এমন একটি গল্প যা আমি বিশ্বাস করি বর্তমান সময়ের সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের নিরীকে খুবই প্রাসঙ্গিক। আমি একটি হালকা, প্রাণবন্ত কমেডি-ড্রামা খুঁজছিলাম এবং এই গল্পটি নির্বিঘ্নে খাপ খায়। আমি এই যাত্রা শুরু করার জন্য মুখিয়ে।

দীপিকার ২০২১ সালের ইনস্টাগ্রাম পোস্ট অনুসারে, দ্য ইন্টার্ন-এর রিমেকটি সুনীল খেতেরপালের সঙ্গে প্রযোজনা করবে ওয়ার্নার ব্রাদার্স ইন্ডিয়া, কা প্রোডাকশনস এবং আজুর এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করার কথা ছিল অমিত রবীন্দ্রনাথ শর্মার।

২০১৫ সালে সুজিত সরকারের পরিচালনায় পিকু-তে একসঙ্গে অভিনয় করেছিলেন অমিতাভ-দীপিকা। বাবা-মেয়ের ভূমিকায় নজর কেড়েছিলেন তাঁরা। এরপর কল্কি ২৮৯৮ এডি-তেও দেখা মিলেছে দুই তারকার।

প্রভাস অভিনীত দক্ষিণী ছবি 'স্পিরিট' ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে দীপিকার প্রস্থানের কারণ ছিল তার ৮ ঘণ্টা কাজ করার শর্ত। কিন্তু এই শর্তে রাজি হননি নির্মাতারা। তাই বাদ পড়েছেন অভিনেত্রী। 'স্পিরিট'-এ দীপিকার জায়গা নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। যেখানে দীপিকা এই ছবির জন্য ২০ কোটি পারিশ্রমিক দাবি করেছিলেন, সেখানে মাত্র ৪ কোটিতেই রাজি হয়েছেন তৃপ্তি।

২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম-এর হাত ধরে বলিউডে পা রাখেন দীপিকা। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক সফল ছবি করে বলিউডের অন্যতম সেরার নায়িকার শিরোপা এখন তাঁর মাথায়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়