শিরোনাম
◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ ◈ বাগেরহাটে ভাইরাস, বৃষ্টিতে মৎস্য খাত ধসের মুখে ক্ষতি ৫০ কোটির বেশি ◈ "কক্সবাজারে অস্ত্রের স্ফোরণ: রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বিপজ্জনক সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে" ◈ আবেগ প্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল,আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি ◈ সেনাবাহিনী কোনো দলকে বিশেষ চোখে দেখে না, নির্বাচন নিয়ে নির্দেশনা আসেনি: আইএসপিআর (ভিডিও)

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চারুকলায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ পুনরায় নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ আবারও নির্মাণের দায়িত্ব শিল্পীদের ওপর অর্পণ করা হয়েছে।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতির অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, "আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে কিছু বাধা এসেছে। এ ধরনের কাজে বাধা আসবেই, ষড়যন্ত্রও থাকবে। কিন্তু মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা রেখে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা এখন একটি জাতীয় দায়িত্ব পালন করছি এবং সকলকে পাশে থাকার আহ্বান জানাই।"

এদিকে, চারুকলা প্রাঙ্গণে আবারও মোটিফ তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ আনা হয়েছে। শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে প্রতিকৃতিটি তৈরি করার চেষ্টা করছেন। ককশিট ব্যবহার করে মোটিফটি যত দ্রুত সম্ভব তৈরি করা যায় কি না, তা নিয়েও কাজ চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ বলেন, "গত এক মাস ধরে বানানো একটি প্রতিকৃতি একদিনে তৈরি করা কঠিন। দেখা যাক, শিল্পীরা কী করেন। তারা চিন্তা-ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেটাই দেখবো।"

তিনি আরও বলেন, "এই বিষয়টি শিল্পীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। তারা দফায় দফায় বৈঠক করছেন, পরিকল্পনা করছেন। কীভাবে কাজটি সম্পন্ন করা যায়, তা তারা ভালো জানেন।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়