শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০৩ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবিতে অনুষদীয় গেটে তালা দিলো শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে অনুষদীয় গেটে তালা ঝুলালো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) টানা তৃতীয় দিনের মতো সকাল থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল শেষে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় গেটে উই 'ওয়ান্ট কম্বাইন্ড' লিখে পোস্টার সাঁটিয়ে দেওয়াসহ ডিন অফিসে তালা দাও/ এক দুই তিন চার/ ফ্যাকাল্টি গেটে তালা দাও - সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, দিনের পর দিন আমরা চাকরি ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছি। এক দেশ এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি, আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পিছপা হবো না। প্রশাসনকে এখনই বাস্তব পদক্ষেপ নিতে হবে।

পরে দুপুরে পশুপালন অনুষদের কম্বাইন্ড ডিগ্রির দাবির আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মাঠে নামে বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতি, বাকৃবি। এ সময় করতালির মাধ্যমে তাদের স্বাগত জানায় পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।

এসময় ভেটেরিনারি অনুষদ ছাত্রসমিতির ভিপি মো. মোরসালিন বলেন, একজন উদ্যোক্তা বা খামারী তার পালিত গবাদি পশু-পাখির জন্য যেমন চিকিৎসা ও রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রয়োজন, তেমনি প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। শুধুমাত্র কম্বাইন্ড বা সমন্বিত ডিগ্রির গ্র্যাজুয়েট দিয়েই উভয় চাহিদা মেটানো সম্ভব। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং প্রাণিসেবা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে বাকৃবিতে সমন্বিত ডিগ্রি চালু করা এখন সময়ের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়