শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খিলগাঁও মডেল কলেজে ২০২৪ গণআন্দোলনের শহীদ স্মরণে মাসব্যাপী কর্মসূচির সূচনা

মনিরুল ইসলাম: ২০২৪ সালের গণআন্দোলনে শহীদদের স্মরণে খিলগাঁও মডেল কলেজে শুরু হয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি। গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।

কর্মসূচির উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কে এম নাইদ হাসান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রনেতা মাহফুজুর রহমান মামুন এবং সভাপতিত্ব করেন ৩৬ জুলাই উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি।

মাসব্যাপী কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে:
চিত্রাঙ্কন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,রচনা প্রতিযোগিতা,দোয়া মাহফিল,শহীদদের মাজার জিয়ারত আয়োজকরা জানান, “নতুন প্রজন্মকে দেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানানো ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।” শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সাহসিকতা ও সৃজনশীল চেতনার বিকাশ ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়