শিরোনাম
◈ মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ ◈ রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ (ভিডিও) ◈ নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য: স্বরাষ্ট্র উপেদষ্টা ◈ লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক ◈ মাত্র ১০ সেকেন্ডে ১ হাজার ৯শ' রিয়েল হয়ে গেলো ২২০ টাকা, বোকা বানিয়ে লুট করাই যাদের কাজ (ভিডিও) ◈ ব্রিটেনে গরুর জন্য সংগীত বাজানোর ট্রেন্ড, বাড়ছে দুধ উৎপাদন ও খামারের আনন্দ ◈ আট উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কী হবে? ◈ পার‌লো না পা‌কিস্তান, ৬ বছর পর ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের কা‌ছে হে‌রে গে‌লো ◈ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ◈ ফ্রান্সে অভিবাসী আটক আইন বাতিল, স্বস্তিতে বাংলাদেশিরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কী, কীভাবে কিনবেন? বিনিয়োগে যে পরিমাণ মুনাফা

বাংলাদেশ সরকার প্রবর্তিত এক ধরনের মুনাফাভিত্তিক সঞ্চয় বন্ড হলো ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এ বন্ডে বিনিয়োগের অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।

বিদেশে কাজ করা বাংলাদেশিদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ খুব একটা বেশি নেই। তাই হাতে গোনা যে কয়টি মাধ্যম রয়েছে, সেগুলো সম্পর্কে ভালোভাবে জানা দরকার।

প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এই তিন ধরনের সঞ্চয় বন্ড রয়েছে। চলুন জেনে নেয়া যাক ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড সম্পর্কে :

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড কী?

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড হলো বাংলাদেশ সরকার প্রবর্তিত এক প্রকার মুনাফাভিত্তিক সঞ্চয় বন্ড। বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের উপার্জিত বৈদেশিক মুদ্রা অধিকতর লাভে বাংলাদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করার লক্ষ্যে ২০০২ সালে বাংলাদেশ সরকার ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামক সঞ্চয় বন্ড প্রবর্তন করেছে।

যত টাকায় কেনা যায়

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ৫০০ ইউএস ডলার, ১ হাজার ইউএস ডলার, ৫ হাজার ইউএস ডলার, ১০ হাজার ইউএস ডলার ও ৫০ হাজার ইউএস ডলারে কেনা যায়। এ ক্ষেত্রে মেয়াদ ৩ বছর।
 
যেভাবে মিলবে

বাংলাদেশ ব্যাংক, দেশে অবস্থিত যে কোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলি ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি থেকে কেনা যায়।
 
বিনিয়োগে যে পরিমাণ মুনাফা

এই বন্ডে মেয়াদান্তে ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। তবে মেয়াদপূর্তির আগে নগদায়ন করলেও মুনাফা পাওয়া যায়। সেক্ষেত্রে প্রথম বছরান্তে ৫.৫০ শতাংশ ও ২য় বছরান্তে ৬ শতাংশ মুনাফা পাওয়া যায়।
 
যারা কিনতে পারবেন

তিন বছর মেয়াদি ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা কিনতে পারবেন।
 
ক্রয়ের ঊর্ধ্বসীমা 

ঊর্ধ্বসীমা নেই।
 
অন্যান্য সুবিধা
১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে। এছাড়া ষান্মাসিক ভিত্তিতে মুনাফা পাওয়া যায়। বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে। নমিনি নিয়োগ বা পরিবর্তন ও বাতিল করা যায়।
 
এছাড়া ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে। এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত। বন্ডে বিনিয়োগকৃত অর্থ ইউএস ডলারে পাওয়া যায়। বিনিয়োগকৃত অর্থের মুনাফা বিনিয়োগকারীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় পাওয়া যায়, অন্যথায় ডলারে পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়