শিরোনাম
◈ মৌচাকে হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে প্রাইভেটকারে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া গেল ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ ◈ রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে আটক করল দিল্লি পুলিশ (ভিডিও) ◈ নির্বাচনে মোতায়েন থাকবে ৮০ হাজারের বেশি সেনা সদস্য: স্বরাষ্ট্র উপেদষ্টা ◈ লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক ◈ মাত্র ১০ সেকেন্ডে ১ হাজার ৯শ' রিয়েল হয়ে গেলো ২২০ টাকা, বোকা বানিয়ে লুট করাই যাদের কাজ (ভিডিও) ◈ ব্রিটেনে গরুর জন্য সংগীত বাজানোর ট্রেন্ড, বাড়ছে দুধ উৎপাদন ও খামারের আনন্দ ◈ আট উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়, এখন কী হবে? ◈ পার‌লো না পা‌কিস্তান, ৬ বছর পর ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের কা‌ছে হে‌রে গে‌লো

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পাওনা আদা‌য়ে পুরোনো ফ্র্যাঞ্চাইজি ও স্পন্স‌রের বিরুদ্ধে মামলা কর‌বে বিসিবি

স্পোর্টস ডেস্ক : বিপিএল নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পন্সরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক প্রতিষ্ঠানটি।

বিপিএল নিয়ে প্রায় প্রতিটি মৌসুমেই ওঠে নানা ধরনের বিতর্ক। ম্যাচ ফিক্সিং, জুয়া, বাজি, অস্বচ্ছ দল নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ। যদিও এসবের কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি।

তবুও অভিযোগের প্রবল উপস্থিতি এবং মানুষের মনে তৈরি হওয়া সন্দেহ একদমই কাটেনি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিয়মের কারণে সন্দেহগুলো বরাবরই প্রবল হয়। মাঠের ক্রিকেটের বাইরে আর্থিক দিক বিবেচনায়ও বেশ নড়বড়ে ফ্র্যাঞ্চাইজিগুলো।

যার কারণে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছে এখনো বড় অঙ্কের অর্থ পাওনা আছে বিসিবির। পাশাপাশি বিভিন্ন স্পরসর প্রতিষ্ঠানের কাছেও অর্থ পাওনা আছে বিসিবির। লম্বা সময়ের বকেয়া না পেয়ে এবার আইনি প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

এ নিয়ে সংস্থাটির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমাদের একটা রিভিউ এবং আলোচনা হয়েছে আপডেটেড ফাইন্যান্সিয়াল ডিফল্টারস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মানে আমাদের যে লাস্ট কয়েকটি বিপিএল হয়েছে সেইখানে কিন্তু আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পনসরস, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে, মানে ধরেন স্পনসররা স্পনসর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে। 

ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেয়ার কথা ছিল দেয় নাই। তাই এগুলোর একটা ডিফল্ট তালিকা করা হচ্ছে।

সেই তাদের বিরুদ্ধে আমরা আইনি প্রক্রিয়ায় চলে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমরা অনগোয়িং কিছু আগের থেকেই কিছু টিমের সাথে আমাদের আরবিট্রেশন প্রসিডিউরে ছিল, যে ক্লজ ভায়োলেশন (চুক্তির নিয়ম ভঙ্গ) হয়েছে সেটা আরবিট্রেশন প্রসিডিউরে ছিল, সেটাকে আমরা কন্টিনিউ করব (চালিয়ে যাব) এবং আরও এটাকে এক্সপেডাইট (দ্রুত) করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়