শিরোনাম
◈ টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে জোয়ারের পানিতে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন ◈ বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক ◈ আরও একটি ‘চেরনোবিল’ হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র? (ভিডিও) ◈ ‘উপাচার্য পদের জন্য ৭০ বছর বয়সেও বাবাকে কারাগারে যেতে হলো’ ◈ পাথর লুটপাটে দুই মাসে মরুভূমিতে রূপ নিলো দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সিলেটের সাদাপাথর! (ভিডিও) ◈ নির্বাচন কমিশনের সামনে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: রাহুল-প্রিয়াঙ্কাদের আটকের কারণ জানাল পুলিশ ◈ মেসি নেই, অরল্যান্ডোর কা‌ছে ৪-১ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি ◈ যুক্তরাজ্যে নির্বাসন নীতি কঠোর হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০২:৪৯ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল জাজিরার সাংবাদিক শরীফ

ইসরায়েলের হামলায় গাজায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ মৃত্যুর আগে এক শেষ বার্তা রেখে গেছেন। রোববার (১০ আগস্ট) আল শিফা হাসপাতালের প্রধান ফটকের সামনে ইসরায়েলি হামলায় নিহত হয় মোট সাতজন। যার মধ্যে পাঁচজন ছিল আল জাজিরার সাংবাদিক।  

হামলায় নিহত অন্য সংবাদকর্মীদের মধ্যে রয়েছেন আল-জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোয়ামেন আলিওয়া।

২৮ বছর বয়সী আনাস আল-শরীফ ছিলেন আল-জাজিরা আরবির পরিচিত মুখ। তিনি গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের হামলা নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন করছিলেন।

গত ৬ এপ্রিল শরীফ একটি ‘শেষ বার্তা’ লেখেন। মৃত্যুর পর প্রকাশের জন্য এই বার্তা রেখে গিয়েছিলেন তিনি। এতে তিনি বলেন, যন্ত্রণার প্রতিটি ক্ষুদ্রতম রূপ অনুভব করেছেন। বারবার দুঃখ ও ক্ষতির স্বাদ পেয়েছেন।

শরীফ আরও লিখেছেন, ‘তবু আমি কখনো দ্বিধা করিনি সত্য যেমন আছে, ঠিক তেমনই, বিন্দুমাত্র বিকৃতি বা ভ্রান্তি ছাড়াই তুলে ধরতে। আমার একমাত্র আশা ছিল, আল্লাহ যেন সাক্ষী থাকেন তাদের প্রতি, যারা নীরব থেকেছেন, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছেন, আর যারা আমাদের শ্বাস পর্যন্ত রুদ্ধ করেছেন।’

শরীফ লিখেছেন, ‘আমাদের শিশু ও নারীদের ক্ষতবিক্ষত দেহও তাদের হৃদয়কে নড়াতে পারেনি, কিংবা দেড় বছরের বেশি সময় ধরে আমাদের জনগণের ওপর চলা হত্যাযজ্ঞ থামাতে পারেনি।’

তিনি আরও বলেন, স্ত্রী বায়ান, ছেলে সালাহ ও মেয়ে শামকে রেখে হয়তো তার চলে যেতে হতে পারে। ছেলে-মেয়ের বড় হওয়াটা হয়তো তিনি দেখে নাও যেতে পারেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে ইসরায়েলি হামলায় নিজেদের পাঁচজন সংবাদকর্মীর একসঙ্গে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল-জাজিরা। এক বিবৃতিতে আল-জাজিরা বলেছে, এটা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকটি নগ্ন ও পূর্বপরিকল্পিত হামলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়