শিরোনাম
◈ আরও একটি ‘চেরনোবিল’ হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র? (ভিডিও) ◈ ‘উপাচার্য পদের জন্য ৭০ বছর বয়সেও বাবাকে কারাগারে যেতে হলো’ ◈ পাথর লুটপাটে দুই মাসে মরুভূমিতে রূপ নিলো দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সিলেটের সাদাপাথর! (ভিডিও) ◈ নির্বাচন কমিশনের সামনে ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ: রাহুল-প্রিয়াঙ্কাদের আটকের কারণ জানাল পুলিশ ◈ মেসি নেই, অরল্যান্ডোর কা‌ছে ৪-১ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ ট্রাম্পের শুল্কের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক ভারতে ◈ পুলিশের ৭ কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি ◈ যুক্তরাজ্যে নির্বাসন নীতি কঠোর হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা ◈ মৌচাকে হাসপাতালের বেজমেন্ট পার্কিংয়ে প্রাইভেটকারে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ পাওয়া গেল ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০১:৩৩ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইতে ইসলাম গ্রহণে রেকর্ড: জানুয়ারি-জুনে ৩ হাজার ৬০০ জনেরও বেশি ধর্মান্তরিত

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুবাইতে ৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ তথ্য প্রকাশ করেছে দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) আওতাধীন মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।
 
প্রতিষ্ঠানটির দাবি, আরও শত শত মানুষ ইসলামী শিক্ষামূলক কর্মসূচি এবং ইন্টারেক্টিভ উদ্যোগের সঙ্গে জড়িত, যা শহরের সাংস্কৃতিক প্রচার প্রচেষ্টার ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিফলিত করেছে।

প্রতিষ্ঠানটি ধর্মান্তরের পাশাপাশি, তাদের শিক্ষামূলক কর্মসূচিতে ১,৩০০ জনেরও বেশি শিক্ষার্থীর নাম নথিভুক্ত করেছে। এসব কর্মসূচির লক্ষ্য হলো ইসলামী নীতি ও অনুশীলনের ওপর কাঠামোগত নির্দেশনা প্রদান করা।

এছাড়া প্রতিষ্ঠানটি ৪৭টি জ্ঞান ও সচেতনতামূলক কোর্স পরিচালনা করে, যার ফলে ১,৪০০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপকৃত হন। এসব অধিবেশন আইএসিএডি-এর ইসলামী সংস্কৃতি প্রচার এবং এ অঞ্চলে ধর্মীয় সচেতনতা বাড়ানোর মূল প্রচেষ্টার অংশ ছিল।

প্রতিষ্ঠানটির আরেকটি গুরুত্বপূর্ণ প্রচারণামূলক উদ্যোগ নিয়েছে। সেটি হলো "টেকসই জ্ঞান কক্ষ", এর মাধ্যমে ১৯০ জনেরও বেশি সুবিধাভোগী উপকৃত হয়েছেন।

সেন্টারের পরিচালক জসিম আল খাজরাজি প্রতিষ্ঠানের বৃহত্তর লক্ষ্য তুলে ধরে বলেন, এর মাধ্যমে শিক্ষাগত লক্ষ্যের পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক সংলাপ প্রচার করা।

তিনি বলেন, আমরা সাংস্কৃতিক ও ধর্মীয় যোগাযোগের সেতু নির্মাণ এবং সহনশীলতা, জ্ঞান এবং সংলাপের ওপর ভিত্তি করে ইসলামের একটি উজ্জ্বল চিত্র উপস্থাপনের লক্ষে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গির মধ্যে কাজ করি। যার একাডেমিক মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি যা নতুন ধর্মান্তরিত এবং ইসলামী সংস্কৃতিতে আগ্রহীদের চাহিদা পূরণ করে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়