কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন দেবীপুর গ্রামের মৃত্ কোরবান আলীর পুএ সিরাজুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ বছর যাবৎ এই রোগে ভুগছেন। বাবার রেখে যাওয়া সহায় সম্বল ও নিজের গুচ্ছিত টাকা চিকিৎসার পিছনে ব্যয় করে বর্তমানে নিঃস্ব হয়ে পড়েছেন । তাই অর্থের অভাবে বিনা চিকিৎসায় তিনি অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।
সিরাজুল বলেন, বৃদ্ধ মা ও তিন সন্তানসহ মোট ছয় জনকে নিয়ে বসবাস করছি।পরিবারের একমাএ উপার্জনক্ষম ব্যক্তি হওয়ার নিজের ওষুধ কিনতে হিমশিম খেতে হচ্ছে নিজেকে, তার উপর আবার পরিবারের বৃদ্ধ মা, ছেলে -মেয়ের লেখাপড়ার ব্যয়সহ ৬ সদস্যের ব্যয়ভার বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
সিরাজুল সিএ রেক্টাম ক্যান্সারে আক্রান্ত যার চিকিৎসার জন্য বাইরে যাওয়া প্রয়োজন। বর্তমানে এই চিকিৎসা নিশ্চিত করতে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু বিপুল পরিমাণ টাকা সংকুলান না হওয়ায় তার প্রয়োজনীয় চিকিৎসার বর্তমানে অনিশ্চিত প্রায়।
এবিষয়ে ভিতরবন্দ ইউনিয়নে স্থানীয় বাসিন্দা রোকন মিয়া বলেন,সমাজের অনেক বিওবান প্রভাবশালী শ্রেণীর লোকজন সিরাজুলের চিকিৎসাসেবায় এগিয়ে আসলে হয়তোবা সিরাজুল এই যাত্রায় বেঁচে যেত।
এবিষয়ে ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ বলেন,সমাজের সার্মথ্যবান ব্যক্তিদের সহযোগিতায় সিরাজুলের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারলে তাঁর ৩ শিশুসহ পরিবারটি ঘুরে দাঁড়াতে পারত।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব জানান,মানুষ মানুষের জন্য এই মনোভাব নিয়ে সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করে সিরাজুলকে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব।
যোগাযোগ:
মোঃ সিরাজুল ইসলাম।
01724-913406
1. Md Serajul islam. A/c No: 0200012727279
Agrani Bank (PCL),Bhitarbanda Hat Branch. Kurigram.
2. Md. Sirajul islam,. A/c no - 20501770202805302.
Islami Bank Bangladesh. Gulshan branch, Dhaka(125261724)