শিরোনাম
◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ◈ বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে ◈ ইতালি গমনেচ্ছুদের জন্য সুখবর: বাংলাদেশ-ইতালি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত, বৈধ পথে কর্মী প্রেরণার দ্বার উন্মোচিত ◈ ভারতে আটক ৫ বাংলাদেশি, বললেন ‘আমরা শেখ হাসিনার দল করতাম’ ◈ বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সারজিস ◈ খায়রুল হকের জামিন শুনানি: ‘গণতন্ত্র ধ্বংসকারী’ মন্তব্যে এজলাস কক্ষে হট্টগোল-হাতাহাতি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ০৮:৪০ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মোংলা–খুলনা মহাসড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের পিচ উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনা ও অর্থনৈতিক ক্ষতি।

প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি খুলনার সঙ্গে মোংলা বন্দরের যোগাযোগের একমাত্র মাধ্যম। বিশেষ করে মোংলা বন্দর থেকে রামপাল পাওয়ার প্লান্ট পর্যন্ত সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। রাতে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়ায় ছোট যানবাহন—যেমন সিএনজি, মোটরসাইকেল ও পিকআপ—প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। পণ্যবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে।

যানজট ও অর্থনৈতিক ক্ষতি:

মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্যবাহী শত শত ট্রাক এই সড়ক ব্যবহার করে। কিন্তু সড়কের বেহাল দশার কারণে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা ব্যবসা-বাণিজ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় পথচারী আব্দুল আলিম বলেন, "মোংলা থেকে খুলনা যেতে এখন ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। দুর্ঘটনার ভয়ে রাস্তায় নামতেই ভয় লাগে।"

ট্রাকচালক সোহেল রানা জানান, "বন্দর থেকে পণ্য নিয়ে খুলনায় যেতে গেলে মনে হয় ট্রাকের চাকা ভেঙে যাবে। প্রতিদিনই কোনো না কোনো গাড়ি গর্তে আটকে যাচ্ছে।"

প্রশাসনিক আশ্বাস ও বাস্তবতা:

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, "এই রাস্তা দিয়ে হাজারো মানুষ চলাচল করে। বহুবার জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি।"

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, "বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে এবং দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।"

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, "বৃষ্টির কারণে কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টি কমলেই সংস্কার কাজ শুরু হবে।"

কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরও কবে এই সড়কটি সংস্কার করা হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে সংশয় রয়েছে। দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়