বরগুনার পাথরঘাটার একটি বিদ্যালয়ে বিষ মেশানো পানি পান করে অসুস্থ হয়ে পড়েছে পাঁচ ছাত্রী। সোমবার সকালে উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন বন্দর আমিরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ ছাত্রীরা সবাই ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তারা হলো– মনিরা ইয়াসমিন, সুমাইয়া আক্তার, জান্নাতি বেগম, সাবিনা আক্তার ও আরিসা বেগম। বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান জানিয়েছেন, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা সোমবার সকাল ৮টার দিকে বিদ্যালয়ে এসেছিল।
তারা নিজ নিজ শ্রেণিকক্ষে ব্যাগভর্তি বই-খাতা রেখে দেয়। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পাশের একটি কক্ষে অতিরিক্ত ক্লাস করতে যায়। ১০টার দিকে নিজ ক্লাসে ফেরে তারা। সেখানে সাবিনা নামের এক ছাত্রীর ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করেছিল পাঁচজন। সঙ্গে সঙ্গেই তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় ওই বোতল থেকে কীটনাশকের গন্ধ পাওয়া যায়। যে কারণে অসুস্থ ছাত্রীদের দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তারা এখন চিকিৎসাধীন।
শিক্ষক খলিলুর রহমানের ধারণা, শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের অনুপস্থিতির সুযোগে বহিরাগত কেউ ওই ছাত্রীর ব্যাগ থেকে পানির বোতল বের করে বিষ মিশিয়ে দেয়। একই অনুমানের কথা জানিয়ে প্রধান শিক্ষক গোলাম কবির বলেন, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। পাথরঘাটার ইউএনও মো. মিজানুর রহমানের সঙ্গে পরামর্শ করে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছেন। শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।
পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. আলামিন হোসেন জানান, শিক্ষার্থীদের সবাই বিষক্রিয়ায় আক্রান্ত। তাদের প্রত্যেকের পেট ওয়াশ করা হয়েছে। দু’একদিনের মধ্যে তারা সুস্থ হয়ে ঘরে বাড়ি ফিরতে পারবে বলে তিনি আশাবাদী।
ইউএনও মো. মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। তাদের সুচিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা কিছুটা সুস্থ। এ ঘটনার রহস্য জানতে একটি কমিটি করা হয়েছে।