শিরোনাম
◈ ২৭তম বিসিএস: বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ ◈ অধ্যাপক ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা, কুয়ালালামপুর পৌঁছেছেন ◈ ভারতের নতুন বিধিনিষেধে স্থলপথে চার পাটপণ্যের রপ্তানি বন্ধ ◈ মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের বৈঠক ◈ সংস্কারের অভাবে মোংলা-খুলনা মহাসড়ক এখন মরণফাঁদ: বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনা ◈ বেহাল দশা বাংলা‌দেশ দ‌লের, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের অবস্থান ১০ নম্ব‌রে ◈ ইতালি গমনেচ্ছুদের জন্য সুখবর: বাংলাদেশ-ইতালি অভিবাসন চুক্তি স্বাক্ষরিত, বৈধ পথে কর্মী প্রেরণার দ্বার উন্মোচিত ◈ ভারতে আটক ৫ বাংলাদেশি, বললেন ‘আমরা শেখ হাসিনার দল করতাম’ ◈ বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সারজিস ◈ খায়রুল হকের জামিন শুনানি: ‘গণতন্ত্র ধ্বংসকারী’ মন্তব্যে এজলাস কক্ষে হট্টগোল-হাতাহাতি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৫, ১০:০৮ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক ফলোয়ার বাড়ছে না? প্রতিদিন এই ৪টি কাজ করলে বাড়বে ১০ গুণ ফলোয়ার

ফেসবুক পেজ বা আইডিতে ফলোয়ার বাড়ানো এখন অনেকের লক্ষ্য। কিন্তু অনেকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেও কাঙ্ক্ষিত ফলোয়ার পান না। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কিছু নির্দিষ্ট কাজ করলে ফলোয়ার বৃদ্ধির হার কয়েকগুণ বেড়ে যেতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞরা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য চারটি কার্যকরী ধাপ তুলে ধরেছেন—

১. টপ পারফর্মিং কন্টেন্ট পোস্ট করা
প্রথম ধাপে আপনার ফেসবুক পেজ থেকে ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’-এ গিয়ে ‘কন্টেন্ট লাইব্রেরি’ থেকে গত ২৮ বা ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ রিচ বা এঙ্গেজমেন্ট পাওয়া পোস্টগুলো শনাক্ত করতে হবে। এরপর সেই ধরণের পোস্ট নিয়মিত করতে হবে। এতে দর্শকের আগ্রহ বজায় থাকবে এবং নতুন ফলোয়ার বাড়বে।

২. রিএক্ট করা মানুষদের ইনভাইট করা
এঙ্গেজমেন্ট ট্যাবের ‘পিপল টু ইনভাইট’ অপশনে গিয়ে যেসব ব্যবহারকারী আপনার কন্টেন্টে লাইক, কমেন্ট বা শেয়ার করেছেন, তাদের ইনভাইট পাঠাতে হবে। মেটা বিজনেস সুইটের মাধ্যমে কম্পিউটার থেকে একসঙ্গে ১,০০০ জন পর্যন্ত ইনভাইট করা যায়। নিয়মিত ১০০-৫০০ জনকেও ইনভাইট করলে মাসে শতাধিক নতুন ফলোয়ার পাওয়া সম্ভব।

৩. উইকলি চ্যালেঞ্জ পূরণ করা
প্রফেশনাল ড্যাশবোর্ডের ‘প্রগ্রেস অ্যান্ড এচিভমেন্ট’ সেকশনে গিয়ে সাপ্তাহিক লক্ষ্যগুলো পূরণ করতে হবে—যেমন ১০টি পাবলিক পোস্ট বা ৮টি রিলস তৈরি করা। এসব লক্ষ্য পূরণ করলে পেজের কার্যক্রম ও দৃশ্যমানতা (ভিজিবিলিটি) বৃদ্ধি পায়।

৪. কমেন্ট রিপ্লাই দেওয়া
এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য নিয়মিত দর্শকদের কমেন্টে রিএক্ট ও রিপ্লাই দিতে হবে। এতে পোস্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, ফলে রিচ, ভিউ ও ফলোয়ার—সবই বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এই চারটি ধাপ প্রতিদিন অনুসরণ করলে পেজের ফলোয়ার সংখ্যা বর্তমানের তুলনায় প্রায় ১০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়