শিরোনাম
◈ পোশাক রপ্তানিতে বিশ্ব শীর্ষ দেশ ও বাংলাদেশের অবস্থান ◈ সাংবাদিক তুহিন হ ত্যা য় চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা! (ভিডিও) ◈ রাজধানীর নিউ মার্কেট থেকে 'সামুরাই' চাপাতিসহ ১১০০ ধারালো 'অস্ত্র' উদ্ধার (ভিডিও) ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগরে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ নীলা ইস্রাফিলের ফেসবুক পোস্টে চটেছেন তুষার, দিলেন কড়া জবাব ◈ পূর্ব ইউক্রেনের বিনিময়ে যুদ্ধবিরতির প্রস্তাব, ইউরোপীয়দের চোখে পুতিনের কৌশল ◈ তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে, যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে: নীলা ইস্রাফিলের (ভিডিও) ◈ যশোরে ডিবি হেফাজতে থাকা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি ও সাধারণ সম্পাদক কারাগারে ◈ নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান তারেক রহমানের ◈ উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ খরচ কত?

বাড়িতে এখন প্রায় সবাই ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকে রাউটার। অনেকে আবার রাতে ঘুমানোর আগে বন্ধ করে দেন। তাতে একটি প্রশ্ন থেকে যায়, সারারাত রাউটার চালু রেখে কোনো ডিভাইস না চালালে বিদ্যুৎ খরচ কেমন হয়?

বাড়িতে নানান ধরনের বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার করেন। মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত। তাই কোন ডিভাইসে কতটুকু বিদ্যুৎ খরচ হয় জানা থাকলে ব্যবহারে পরিবর্তন আনতে পারবেন। এতে বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমানো সম্ভব।

একটি ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুব বেশি না। এসব রাউটার সাধারণত ৫ থেকে ২০ ওয়াটের হয়ে থাকে। সুতরাং খুব বেশি বিদ্যুৎ খরচ করে না।

ধরুন আপনার বাড়ির রাউটার মাসে গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ খরচ করে, তাহলে মোট ২৪×৩০ = ৭২০ ঘণ্টা চলবে মাসে। বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০×৭২০ ওয়াট বা ঘণ্টা=৭,২০০ ওয়াট বা ঘণ্টা। ৭,২০০÷১০০০ ইউনিট=৭.২ ইউনিট।

এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৭.২×৭.৫০ = ৫৪ টাকা। রাতের ১২ ঘণ্টা বন্ধ রাখলে বিদ্যুৎ খরচ হবে এর অর্ধেক, অর্থাৎ ২৭ টাকা।

অনেক কম খরচের ফলে রাতে বন্ধ করে শুয়ে পড়ুন কিংবা চালিয়ে মাসের শেষে বিদ্যুতের বিলে সেভাবে বড় বদল কিছু চোখে পড়বে না আপনার। তবে বিশেষজ্ঞদের মতে ওয়াই-ফাই রাউটার বারবার বন্ধ ও চালু করলে এর কার্যক্ষমতা নষ্ট হতে পারে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়