স্পোর্টস ডেস্ক : পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারলো না, মরিয় হয়ে খেলেও হারের মুখ দেখলো তারা, ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা কমে আসে ৩৫ ওভারে। -- ক্রিকফ্রেঞ্জি
ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ১৮১ রান, যা ১০ বল বাকি থাকতে টপকে যায় স্বাগতিকরা।
পাকিস্তান টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ভালো খেললেও মাঝপথে ছন্দ হারায়। ৩৭ ওভারে ১৭১ রানে অলআউট হয় তারা। ইনিংসের শেষ দিকে হাসান নাওয়াজ ও শাহীন শাহ আফ্রিদির ব্যাটে কিছুটা গতি পায় স্কোরবোর্ড।
সাইম আইয়ুব ২৩ আর আব্দুল্লাহ শফিক ২৬ করলেও ছিলেন ধীরগতির। বাবর আজম শুন্য রানে বোল্ড হন, রিজওয়ান ৩৮ বলে করেন মাত্র ১৬ রান। পুরো ইনিংস জুড়েই ছিল ধীরগতি এবং উইকেট হারানোর গল্প।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস দারুণ বোলিং করেন, নেন তিন উইকেট। অভিষেক ম্যাচে বাঁহাতি পেসার জেডিয়াহ ব্লেডসও পান একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতে চাপে পড়ে।
ওপেনার ব্র্যান্ডন কিং (১) ও এভিন লুইস (৭) ফেরেন দ্রুত। কার্টি খেলেন ৪২ বলে ১৬ রানের ধীর ইনিংস। তবে রান তোলার গতি আনেন শেই হোপ (৩২) ও শেরফান রাদারফোর্ড (৪৫)।
দুজনের ৫৪ রানের জুটিতেই ম্যাচে ভারসাম্য ফেরায় স্বাগতিকরা। শেষ দিকে রস্টন চেইজ ও জাস্টিন গ্রেভস মিলে নিশ্চিত করেন জয়। দুজনে গড়েন ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
চেইজ ৪৭ বলে অপরাজিত ৪৯ এবং গ্রেভস ৩১ বলে অপরাজিত ২৬ রান করেন। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে মঙ্গলবার, একই ভেন্যুতে।
২০১৯ সালের পর এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে জিতল ক্যারিবীয়রা। এর আগে দুই দলের টি-টোয়েন্টি সিরিজেও ৮ বছরের জয়খরা কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।