শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা ৪ দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায়, যা আগের দামের তুলনায় ১ হাজার ২৪৮ টাকা কম।

মঙ্গলবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে গত ২৯ মার্চ বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড গড়ে।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী—

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বাজুস মোট ১৭ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে, যার মধ্যে ১৪ বার মূল্যবৃদ্ধি এবং ৩ বার মূল্য হ্রাস করা হয়েছে।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি ২০২৫ সালে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকায়।

বিশ্ববাজারে দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হারসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবকে কেন্দ্র করেই দেশের বাজারে স্বর্ণের দামে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়