শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০৪:২১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএমএফের দুই কিস্তির অর্থ ছাড়ে অগ্রগতি, রাজস্ব ও বিনিময় হার সংস্কারে অঙ্গীকার

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যে চতুর্থ রিভিউ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে চলতি বছরের জুন মাসেই চতুর্থ ও পঞ্চম কিস্তির জন্য নির্ধারিত মোট ১.৩ বিলিয়ন মার্কিন ডলার একসঙ্গে ছাড় হওয়ার আশা করা হচ্ছে।

বুধবার (১৪ মে) অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিময় হার ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বিষয় অধিকতর পর্যালোচনার জন্য বিগত তৃতীয় রিভিউ শেষে সিদ্ধান্ত হয়েছিল যে, পরবর্তী দুই কিস্তি একত্রে ছাড় করা হবে। সে অনুযায়ী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত চতুর্থ রিভিউতে বিভিন্ন বিষয়ে গভীর আলোচনা হয়। এরপর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফ বসন্তকালীন সভায় আলোচনার ধারা অব্যাহত থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রার বিনিময় হারসহ কাঠামোগত বিভিন্ন সংস্কার নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। ফলে চতুর্থ রিভিউতে স্টাফ লেভেল এগ্রিমেন্টে পৌঁছানো সম্ভব হয়েছে।

এদিকে শুধু আইএমএফ নয়, আগামী জুনের মধ্যেই বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), জাপান এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টসহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের কাছ থেকে আরও প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় জানায়, এসব বাজেট সহায়তা বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে, যা মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাজেট সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশ যে সংস্কার কর্মসূচিগুলো বাস্তবায়ন করছে, তা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব পরিকল্পনার অংশ এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গ্রহণ করা হয়েছে। উন্নয়ন সহযোগীদের ভূমিকা এখানে শুধুমাত্র কারিগরি সহায়তার পর্যায়ে সীমাবদ্ধ।

অর্থনীতিবিদরা মনে করছেন, একাধিক উৎস থেকে বৈদেশিক বাজেট সহায়তা পাওয়ার ক্ষেত্রে এই ধরনের সফল রিভিউ ও কাঠামোগত সংস্কার সরকারের সামষ্টিক অর্থনীতি পরিচালনায় দৃঢ়তা ও নীতিনিষ্ঠার প্রতিফলন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়