শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১০:৩৪ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুনে মূল্যস্ফীতি সামান্য কমেছে: পরিসংখ্যান ব্যুরো

এম এম লিংকন: [২] এতে ৯ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে দেশের মূল্যস্ফীতি যা মে মাসে ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ।

[৩] রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

[৪] এতে উল্লেখ করা হয়েছে, জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ। এটা মে মাসে ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।

[৫] অন্যদিকে, খাদ্য বহির্ভূত পণ্যে জুনের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ যা মে মাসে ছিল ৯ দশমিক ১৯ শতাংশ।

[৬] বিবিএসের প্রতিবেদনে আরও উল্লেখ করাা হয়েছে, জুনে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮১ শতাংশে। আগের মাসে ছিল ৯ দশমিক ৯৯ শতাংশ। 

[৭] এতে করে গ্রামে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৯ শতাংশে, যা তার আগের মাসে ছিল ১০ দশমিক ৭৩ শতাংশ। 

[৮] আর গ্রামে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৬ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

[৯] এদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। 

[১০] এর মধ্যে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশে, যা আগের মাসে ছিল ১০ দশমিক ৮৬ শতাংশ। 

[১১] এছাড়া শহরে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৯ দশমিক শূন্য ৩ শতাংশ।

[১২] বিবিএস আরও উল্লেখ করেছে, জুনে মজুরি হার বেড়ে ৭ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। 

[১৩] এরমধ্যে কৃষিতে মজুরি হার হয়েছে ৮ দশমিক ৩৩ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৩৫ শতাংশ। 

[১৪] এবং সেবা খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ, যা মে মাসে ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। সম্পাদনা: এম খান

এমএমএল/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়