রাজনৈতিক অংশীজনদের সঙ্গে কথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১১ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুর রহমান বলেন, উপদেষ্টার পরিষদ বৈঠক করে একটা সিদ্ধান্ত দিয়েছেন, ভালো হতো রাজনৈতিক অংশীজনদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিলে। রাজনৈতিক অংশীজন যারা তাদের সঙ্গে আলাপ করলে ভালো হতো, কেননা এটা একটা রাজনৈতিক বিষয়।
তিনি বলেন, তারা নিজেদের মধ্যে আলাপ করে এটা সিদ্ধান্ত দিয়েছেন। তারপর আগামীকাল কীভাবে আসে তার ওপর ভিত্তি করে আমরা গতিপথ নির্ধারণ করবো ইনশাল্লাহ। সেখানে যদি স্পষ্ট ব্যাখ্যা থাকে তাহলে কোনো ধোঁয়াশা থাকবে না। যদি না থাকে তাহলে আমরা কী করবো তা পরে নির্ধারণ করবো।
এক প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দল আশ্রয় না দেয় সে আহ্বানও জানান ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করছে। রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার সাহস কেউ করে না। দেশের গরিব মানুষদের অধিকার নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ধনী-গরিব সবার ট্যাক্সে দেশ চলছে। তবে বেশির ভাগ মানুষ জানেই না তারা সরকারকে ট্যাক্স দিয়ে দেশ চালিয়ে নিচ্ছেন, কারণ তারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নন।