শিরোনাম
◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ ◈ শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে: রিজভী ◈ রাশিয়া-ন্যাটো উত্তেজনায় আশঙ্কা: ২০২৬ সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিতে ফ্রান্সের হাসপাতালগুলোকে নির্দেশ ◈ এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর ◈ তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নিজের, সহায়তা করবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে নিম্নবিত্ত, অসহায় মধ্যবিত্ত ◈ নাটোর থেকে অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক ◈ ডিমের ডজন ১৫০ টাকা ছাড়ালেই আমদানির অনুমতি দেবে সরকার

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

রাজশাহীর বাঘায় মাংসের ভেতর লুকানো ২ বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

 

ইফতেখার আলম বিশাল,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় চাঞ্চল্যকর ঘটনায় বাজার সদাইয়ের ভেতরে কাঁচা মাংসের আড়ালে লুকানো দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চকছাতারিয়া এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উত্তর খারিজা থাক চিলমারী গ্রামের মৃত মামুন মন্ডলের ছেলে মোঃ নয়ন আহম্মেদ (২৫)।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাকুরিয়া ঘাট থেকে ভ্যানযোগে অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে একজন ব্যক্তি বাঘা বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে বাঘা থানার একটি টিম অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন আহম্মেদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সাদা বাজারের ব্যাগ তল্লাশি করে আটা, রসুন ও সরিষার তেলের সঙ্গে রাখা কাঁচা মাংসের ভেতর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নয়নের সহযোগী একই এলাকার মোঃ কালু নামের এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, আটককৃত নয়ন আহম্মেদ ও পলাতক সহযোগীর বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়