শিরোনাম
◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত ◈ সুন্দরবনের উপকূলে বাঁধ ভেঙে ডুবে গেল ৭০০ একর মাছের ঘের, কোটি টাকার ক্ষতির মুখে চাষিরা ◈ পটুয়াখালীতে একরাতে ব্যাংকের এটিএম বুথসহ দুই দোকানে দূর্ধর্ষ চুরি, গুরুতর আহত নিরাপত্তা কর্মী ◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন ◈ শেখ মুজিব হত্যা ও হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক ◈ ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের (ভিডিও) ◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান: সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:৫৭ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত

তপু সরকার হারুন, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আদিবাসী নেত্রী বন্দনা চাম্বুগং প্রতারণার মামলায় গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে এবং স্থানীয় আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন একাধিক আদিবাসী পরিবার ও সংগঠনের নেতারা।

সরেজমিনে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বন্দনা চাম্বুগং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দু’বার প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন স্বতন্ত্র প্রার্থীদের কাছে। স্থানীয়ভাবে তিনি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বেগম মতিয়া চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় আদিবাসী নেতা লিটন হাজং, ফ্রান্সিস চাম্বুগং, জীবিতা মারাক, সুমন সাংমা, উলেন্দ্র মারাকসহ অনেকে অভিযোগ করেন, গত ১৪ বছরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বন্দনা চাম্বুগং নানা অনিয়ম, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি জমি-সংক্রান্ত বিরোধে তিনি নিজ গোত্রের বিরুদ্ধেই একটি প্রভাবশালী মুসলিম পরিবারের পক্ষ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েন।

গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) জীবিতা মারাক থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-১৫/২০২৫-এ তিনি অভিযোগ করেন, বন্দনা চাম্বুগং তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আত্মসাৎ করেছেন। মামলায় আরও উল্লেখ করা হয়, তিনি মারধর, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির মতো অপরাধে জড়িত।

মামলার পরদিন দুপুরে বারোমারী বটতলা মিশন এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তবে আদালতে জামিনের আবেদন করলে বিকেলেই জামিন মঞ্জুর হয় এবং তিনি মুক্তি পান।

এ বিষয়ে বন্দনা চাম্বুগং বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। জীবিতা মারাকের সঙ্গে আমার জমি-সংক্রান্ত বিরোধ চলমান আছে।”

অন্যদিকে আদিবাসী নেতারা অভিযোগ করেছেন, বারবার অভিযোগ সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকায় অসন্তোষ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়