শিরোনাম
◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত ◈ সুন্দরবনের উপকূলে বাঁধ ভেঙে ডুবে গেল ৭০০ একর মাছের ঘের, কোটি টাকার ক্ষতির মুখে চাষিরা ◈ পটুয়াখালীতে একরাতে ব্যাংকের এটিএম বুথসহ দুই দোকানে দূর্ধর্ষ চুরি, গুরুতর আহত নিরাপত্তা কর্মী ◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন ◈ শেখ মুজিব হত্যা ও হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক ◈ ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের (ভিডিও) ◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান: সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৫, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে রাতে অসুস্থ হয়ে মাদ্রাসার ২শিশু শিক্ষার্থীর মৃত্যু

মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর  মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হাসপাতালে নেয়ার পথে একজন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত পোকা বা সাপের কামড়ে তাদের মৃত্যু হতে পারে। মারা যাওয়া দুই শিশু হলো, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)। তারা গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবারমোড় শেফালী বেগম মহিলা  হাফিজিয়া মাদ্রাসায়র শিক্ষার্থী।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে হঠাৎ মহিলা মাদ্রাসার দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় মাদ্রাসার শিক্ষকরা তাদের হাসপাতালে নেয়ার পথেই একজনের মৃত্যু হয়। আরেকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য অবস্থা মারা যান। ধারণা করা হচ্ছে, সাপের কামড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। একজনের পায়ে হালকা কামড়ে দাগ ছিলো।

এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘মধ্যরাতের দিকে শেফালী বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসায়র একটি রুমের মেঝেতে ১৩ জন শিক্ষার্থী ঘুমিয়ে ছিল। রাত ১ দিকে হঠাৎ তানিয়া ও জামিলা ঘুমথেকে উঠে বমি ও মুখে ফেনাসহ কান্নাকাটি করে। পরে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত পোকা বা সাপের কামড়ে তাদের মৃত্যু হতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ওয়াদুদ আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়