মো. আদনান হোসেন, ধামরাই (ঢাকা) থেকে: ঢাকার ধামরাই পৌরশহরে ব্যতিক্রমধর্মী টিকটক ভিডিও বানাতে গিয়ে ফাঁস লেগে হরেক মণ্ডল (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে পৌরশহরের কায়েতপাড়া মহল্লার কৃষ্ণ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হরেক মণ্ডল ওই এলাকার কৃষ্ণ মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে হরেক মণ্ডল নিজ ঘরে টিকটক ভিডিও বানাতে যায়। ভিডিওতে ফাঁসির দৃশ্য অভিনয় করতে গিয়ে সে গোসলের বালতির ওপর দাঁড়িয়ে গলায় গামছা পেঁচিয়ে অভিনয় শুরু করে। হঠাৎ পায়ের নিচ থেকে বালতিটি সরে গেলে গলায় ফাঁস লেগে শ্বাসরোধ হয়ে যায় তার।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুত্র হারিয়ে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন হরেকের মা। পরিবারের সদস্যরা কারো সঙ্গে কথা বলতে পারছেন না, শুধু স্তব্ধ দৃষ্টিতে মানুষের দিকে তাকিয়ে আছেন। সন্তানের মৃত্যু এমন এক বেদনা, যার কোনো ভাষা বা সান্ত্বনা নেই—এই শূন্যতা আজীবন হৃদয়ে থেকে যায়।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। ব্যতিক্রমধর্মী টিকটক ভিডিও বানাতে গিয়ে হরেক মণ্ডলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।"