শিরোনাম
◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১২:০৮ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুল্লাপুর রাস্তার বেহাল অবস্থা, দেখার কেউ নেই

মোঃরফিকুল ইসলাম মিঠু, ঢাকা: ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তার টংগী ও উত্তরার সংযোগ স্থল আব্দুল্লাহপুরে সড়কের বেহাল দশা। ঈদে ঘর মুখো মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়  রাস্তাটা।খাদা খন্দকে ভরা রাস্তাটা সামান্য বৃষ্টি হলেই মৃত্যু কুপে পরিণত হয়। আর প্রায় সময়ই রাস্তাটার মধ্যে যানজট লেগেই থাকে।

কারণ হিসেবে দেখা যায় যত্রতত্র পানি জমে থাকার কারণে গাড়িগুলো ভালো রাস্তা খুঁজতে গিয়ে সারিবদ্ধভাবে ধীরগতি অবলম্বন করেন। পায়ে হাঁটা পথচারীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন কেননা গাড়ির চাকার সাথে ময়লা পানি গুলো ছিটকে সে জামা কাপড় নষ্ট করেন।

রহিম মিয়া নামের একজন পথচারী বলেন টঙ্গী বাজার এসেছিলাম বাজার করতে হঠাৎ করে একটি যাত্রীবাহী গাড়ি গর্তের ভিতর পড়ে এমনভাবে পানি ছিটিয়ে দিলেন রীতিমতো গোসল করার দশা। এছাড়াও কথা হয় ময়মনসিংহ থেকে আগত আলম এশিয়ার একজন সাথে তিনি বলেন কি করব ভাই সামনে কিছুই দেখতে পাচ্ছি না উঁচু নিচু না সমান্তরাল রাস্তা কিছুই বুঝার উপায় নেই।

অপরদিকে ট্রাফিক পুলিশ দিচ্ছেন তাড়া তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। রূপায়ণ তোর না দেখে চোখ বন্ধ করে শুধু গাড়ি টানছি।গাড়িতে বসা অনেক যাত্রী বলেন সামান্য এইটুকু রাস্তা মেরামত করে দিলে কি এমন সমস্যা হয়। এ বিষয়ে সড়কের জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা যায়নি।

কারণ তার মুঠোফোন কল করেও ওই প্রান্ত থেকে কেউ হ্যালোই বলেননি। আব্দুল্লাহপুরের ট্রাফিক বক্স থেকে নাম প্রকাশে অনিচ্ছু একজন টিয়াই বলেন সড়কের জনপদ বিভাগ যদি এই সামান্য রাস্তা টুকু মেরামত করে দিতেন তাহলে যানজট অনেকটাই কমে যেত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়