রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের বিদায়ী এমডি প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার, নতুন নিয়োগ প্রাপ্ত এমডি আবু তালেব ফরাজী।
রবিবার (৩ আগষ্ট) বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর মহাব্যবস্থাপক (প্রসাশন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদলিকৃত প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার কে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা, নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিকল্পনা পরিবেশ ক্রয় এবং বিপনন (পিইপিএন্ডএম) বিভাগের মহাব্যস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজী কে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারের (এমডি) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগের দূর্নীতির রিপোর্ট জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য প্রকাশিত হয়েছে।