শিরোনাম
◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০১:৩০ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার

আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: অনৈতিক কর্মকান্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলার বিভিন্ন এলাকার  ৬  নেতা,কর্মীকে বহিঃস্কার করেছে যশোর জেলা বিএনপি।

রোববার(০৩ আগস্ট)  জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলেয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বহিঃস্কৃতরা হলেন,  যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হারুন খানকে দল থেকে বহিষ্কার ও তার প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। 

এছাড়াও শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের বিএনপির সদস্য মোহম্মদ জিল্লুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার ও সদস্যপদ বাতিল করা হয়েছে।

জমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত মো. জিল্লুর বিরুদ্ধে তদন্তপূর্বক আইনপ্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়েছে।

অন্যদিকে যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কর্মী পরিচয় দানকারী তোতা মিয়া, জামির হোসেন, জাহান আলী, হানিফ আলী জমি দখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এসকল ব্যক্তি নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিলেও তাদের সাথে লক্ষণপুর ইউনিয়ন বিএনপির কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। রোববার অপর এক বিবৃতিতে তিনি তথ্য জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়